ভয়েস ও ভিডিও কল আরও পারসোনালাইজ করতে হোয়াটসঅ্যাপে ৪ নতুন ফিচার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০: ৪২
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১: ৫২
এখন হোয়াটসঅ্যাপের ভয়েস কলে কন্ঠ আরও বেশি স্পষ্টভাবে শোনা যাবে। ছবি: ডিজিটাল ট্রেন্ডস

স্মার্টফোন বা ডেস্কটপ থেকে ভয়েস ও ভিডিও কলের জন্য নতুন চারটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী প্ল্যাটফর্মটিতে কল করার হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে প্রতিদিন ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি কল করা হচ্ছে। ফিচারগুলো অডিও ও ভিডিও কলগুলো আরও পারসোনালাইজ বা ব্যক্তিগতকরণে সাহায্য করবে।

ডেস্কটপ এবং মোবাইল উভয় সংস্করণের অ্যাপের জন্য ৪টি নতুন কলিং ফিচার চালু করা হয়েছে। সেগুলো হলো–

গ্রুপ কলের জন্য নির্দিষ্ট অংশগ্রহণকারী নির্বাচন: এখন গ্রুপ চ্যাটে থেকে নির্দিষ্ট সদস্যদের নির্বাচন করে কল করতে পারবেন। এর ফলে যাদের সঙ্গে কথা বলতে চান তাদেরই নির্বাচন করতে পারবেন এবং বাকি গ্রুপের সদস্যরা অযথা বিরক্ত হবে না। কাউকে সারপ্রাইজ পার্টি বা উপহার দেওয়ার পরিকল্পনা করলে এই ফিচারটি বেশি কাজে দেবে।

ভিডিও কলের জন্য নতুন ইফেক্ট: ভিডিও কলকে আরও মজাদার করতে ১০টি নতুন ইফেক্ট যুক্ত করেছে মেটা। এর মধ্যে থেকে পছন্দের ইফেক্ট নির্বাচন করে ভিডিও কল দিতে পারবেন। যেমন: কুকুরের কান লাগানোর মতো বা ব্যবহারকারীকে পানির নিচে নিয়ে যাওয়ার মতো ইফেক্ট।

ডেস্কটপের কল ট্যাবের পরিবর্তন: এখন হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে কল ট্যাবে ক্লিক করলে সহজেই কল শুরু করার জন্য প্রয়োজনীয় সব ফিচার খুঁজে পাওয়া যাবে। এই ট্যাব থেকেই কল লিংক তৈরি করা যাবে অথবা সরাসরি একটি নম্বরে ডায়াল করা যাবে।

উন্নত মানের ভিডিও কল: এখন হোয়াটসঅ্যাপের ভয়েস কলে কন্ঠ আরও বেশি স্পষ্টভাবে শোনা যাবে। ব্যবহারকারীরা উচ্চ রেজল্যুশনের ভিডিও কল উপভোগ করতে পারবেন। একক কল এবং গ্রুপ কল উভয় ক্ষেত্রেই অডিও ও ভিডিও কলের মান বাড়বে।

চলতি মাসে চ্যাটিংয়ের জন্য ‘টাইপিং ইন্ডিকেটর’ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে।

টাইপিং ইনডিকেটরের পাশাপাশি গত মাসে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি ভয়েস মেসেজ পাঠানোকে আরও সুবিধাজনক করে তুলেছে। নাম থেকেই বোঝা যায়, এই ফিচারটি ব্যবহারকারীদের অন্যদের পাঠানো ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তর করে। তবে শুধুমাত্র প্রাপকই এই ট্রান্সক্রিপশন দেখতে পাবেন, প্রেরক এটি দেখতে পারবেন না।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত