মোবাইল ইন্টারনেট কখন চালু হবে, জানালেন পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৮: ৪৮
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৫: ২০

সারা দেশে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে আগামী সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হতে পারে। 

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সারা দেশে ১ লাখ গাছের চারা রোপণে ‘ট্রি ফর পিস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পলক। 

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আগামীকাল রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে আমাদের বৈঠক আছে। সকাল ৯টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সন্তুষ্ট হলে রবি–সোমবার মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে।’ 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ইন্টারনেট ইস্যুতে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে অপপ্রচার চলছে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার। আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

আরও খবর পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত