এক্সের নতুন নীতিমালা ব্যক্তির গোপনীয়তার লঙ্ঘন: অ্যামনেস্টি 

অনলাইন ডেস্ক
Thumbnail image

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) নতুন গোপনীয়তা নীতি মানবাধিকার লঙ্ঘন করে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত ২৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে সংস্থাটি এ প্রতিক্রিয়া জানায়। 

ওই বিবৃতিতে বলা হয়েছে, এক্সের নতুন গোপনীয়তা নীতি ব্যবহারকারীদের বায়োমেট্রিক ডেটা এবং এনক্রিপ্ট বার্তা সংগ্রহ করতে দেয়। যা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘন। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিলিকন ভ্যালি ইনিশিয়েটিভের পরিচালক মাইকেল ক্লেইনম্যান বলেছেন, ‘বায়োমেট্রিক’ একটি বিস্তৃত শব্দ, যা ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। বিষয়টিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। যদিও এক্স ব্যবহারকারীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের আগে তাদের সম্মতি চাচ্ছে, তবুও এখানে গোপনীয়তার অধিকার লঙ্ঘনের বাস্তব ঝুঁকি রয়েছে। 

‘নতুন নীতিতে ডেটা কীভাবে সংরক্ষণ করা হবে এবং সংগৃহীত তথ্য বেআইনি উদ্দেশ্যে যে ব্যবহার করা হবে না—তা স্পষ্টভাবে নিশ্চিত করা হয়নি। এই প্লাটফর্মে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর অত্যন্ত সংবেদনশীল ডেটা রয়েছে। এসব তথ্য সংগ্রহ নিরাপত্তা এবং গোপনীয়তার বড় ঝুঁকি তৈরি করে। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, এক্স ব্যবহারকারীদের অবস্থান এবং তাদের ব্যক্তিগত বার্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, যা তাঁদের নজরদারির মধ্যে রাখবে।’ 

‘ব্যবহারকারীর তথ্য এক্সের মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণের জন্যও ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের স্পষ্টভাবে অবগত করা হয় না। এক্স নিজেকে মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া প্ল্যাটফর্ম বলে দাবি করলেও বর্তমানে মুনাফা অর্জনের জন্য ব্যক্তি অধিকারকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।’ 

ইলন মাস্ক গত বছর টুইটার কেনার পরে জুলাইয়ে নাম পরিবর্তন করে এক্স রাখেন। নতুন ‘এক্স গোপনীয়তা নীতি’র পূর্বের নাম ছিল ‘কারেন্ট গোপনীয়তা নীতি’। নতুন গোপনীয়তা নীতিই এখন কার্যকর করা হচ্ছে। 

নতুন নিয়মে বায়োমেট্রিক ডেটার পাশাপাশি কর্মস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ করে। শুধু তাই নয়, নিরাপত্তার কারণ দেখিয়ে এনক্রিপ্ট করা বার্তাও সংগ্রহ করে। 

এক্সের নতুন নীতি অনুসারে, এটি এনক্রিপ্ট করা বার্তাগুলির সঙ্গে সম্পর্কিত মেটাডেটা সংগ্রহ করে। আপনার দেওয়া বার্তাগুলোর বিষয়বস্তু, প্রাপকের তথ্য এবং বার্তার তারিখ ও সময় সংগ্রহ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত