অনলাইন ডেস্ক
ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে