গাড়িকে পথ দেখাতে আরও ১১ স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীনা কোম্পানি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২৩
Thumbnail image

বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় গাড়িকে সঠিকভাবে পথ দেখাতে পৃথিবীর নিকটতম কক্ষপথে দ্বিতীয় ধাপে আরও ১১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীনের গাড়ি নির্মাতা কোম্পানি জিলি হোল্ডিং গ্রুপ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

২০২২ সালে প্রথমবারের মতো কোম্পানিটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। স্বয়ংক্রিয় গাড়িকে সঠিক পথ দেখানো ছাড়াও এসব স্যাটেলাইট ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগও দেবে। 

জিলি হোল্ডিং গ্রুপ বিবৃতিতে বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। ২০২৫ সালের মধ্যে ৭২টি এবং সব মিলিয়ে ২৪০টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা আছে। 

কোম্পানিটি বলছে, এসব স্যাটেলাইটে এআইভিত্তিক রিমোট সেন্সিং ফাংশন (দূরবর্তী বস্তু চিহ্নিত বা পর্যবেক্ষণ) রয়েছে। এর মাধ্যমে ১ থেকে ৫ মিটার (৩.২–১৬.৪ ফুট) পর্যন্ত হাই রেজল্যুশনের দূরবর্তী বস্তুর ছবি তৈরি করা যায়।

জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনতে উন্নত দেশগুলোতে নানা উদ্যোগ এবং জলবায়ু নিয়ে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্পের উত্থানে ব্যাপকভাবে সহায়তা করছে। এই প্রবৃদ্ধির কারণে গত বছরের প্রথম প্রান্তিকে জাপানকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে চীন।

চীনের স্যাটেলাইট প্রযুক্তি দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণ করত। তবে ২০১৪ সাল থেকে দেশটির সরকার বেসরকারি কোম্পানিগুলোকে মহাকাশ খাতে বিনিয়োগের অনুমতি দেয়। বাণিজ্যিক কোম্পানিগুলোর বেশির ভাগই স্যাটেলাইট তৈরি করছে। কিছু কিছু কোম্পানি পুনর্ব্যবহারযোগ্য বা ছোট ছোট মহাকাশযান তৈরির চেষ্টা করছে। 

২০২১-২০২৫ মেয়াদের সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যোগাযোগ, রিমোট সেন্সিং বা দূরবর্তী বস্তু চিহ্নিতকরণ ও নেভিগেশনের জন্য স্যাটেলাইটগুলোর একটি সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা আছে চীনের।

সরকারি গণমাধ্যমের মতে, এ পর্যন্ত চার শতাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। এগুলোর মধ্যে বেসরকারি স্যাটেলাইটও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত