গুগলের বিরুদ্ধে মামলা করল কানাডা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৯: ৩২
কানাডায় ওয়েবভিত্তিক বিজ্ঞাপন সেবার সবচেয়ে বড় সাইট গুগল। ছবি: ইনমা ডট ওআরজি

অনলাইন বিজ্ঞাপনে প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপের অভিযোগে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কানাডার প্রতিযোগিতা সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে প্রতিযোগিতা পর্যবেক্ষক সংস্থাটি।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এটি প্রতিযোগিতা ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করেছে। এই আবেদনে গুগলকে তার দুটি বিজ্ঞাপন প্রযুক্তি টুল বিক্রি করতে বলা হয়েছে। এ ছাড়া কানাডার প্রতিযোগিতা ব্যুরো গুগলের বিরুদ্ধে একটি জরিমানা আরোপ করার দাবি করেছে। এর উদ্দেশ্য হল—গুগলকে কানাডার প্রতিযোগিতা আইন মেনে চলতে বাধ্য করা। অর্থাৎ, গুগল যদি আইন ভঙ্গ করে তাহলে কোম্পানিটিকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে।

গুগল অভিযোগের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘এই অভিযোগটি প্রতিযোগিতার ব্যাপকতা উপেক্ষা করে। বিজ্ঞাপন ক্রেতা এবং বিক্রেতাদের প্রচুর বিকল্প রয়েছে এবং আদালতে কোম্পানির পক্ষে যুক্তি উপস্থাপন করতে আগ্রহী আমরা।’

গুগলের গ্লোবাল অ্যাডস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান টেলর বলেন, কোম্পানিটির বিজ্ঞাপন প্রযুক্তি টুলগুলো ওয়েবসাইট এবং অ্যাপগুলোকে তাদের কনটেন্ট অর্থায়ন করতে সাহায্য করে এবং ছোট–বড় বিভিন্ন আকারের ব্যবসাগুলোকে নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম করে।

২০২০ সালে একটি তদন্ত শুরু করে কানাডার প্রতিযোগিতা ব্যুরো। এই তদন্তে খতিয়ে দেখা হয় যে, গুগল অনলাইন বিজ্ঞাপন শিল্পে প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করার কোনো কার্যকলাপ চালিয়েছে কীনা এবং এই বছর গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি সেবাগুলোকে তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, কানাডায় ওয়েবভিত্তিক বিজ্ঞাপন সেবার সবচেয়ে বড় সাইট গুগল এবং এটি তার বাজারের আধিপত্য বজায় রাখতে এবং তা আরও শক্তিশালী করতে প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপ করেছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) গুগলে বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, গুগল প্রকাশক অ্যাড সার্ভার এবং বিজ্ঞাপনদাতাদের অ্যাড নেটওয়ার্কের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তবে এই অভিযোগের বিপরীতে গুগল যুক্তি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় কোম্পানির বৈধ ব্যবসায়ী সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করেছে এবং অনলাইন বিজ্ঞাপন বাজারটি শক্তিশালী। কোম্পানিটি আরও দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র সরকার অনলাইন বাজারের একটি সংকীর্ণ অংশ বিবেচনা করেছে এবং আক্রমণাত্মক প্রতিযোগিতাকে গুরুত্ব দেয়নি।

যুক্তরাষ্ট্রের এই মামলার শেষ যুক্তিতর্ক গত সোমবার উপস্থাপন করা হয়েছিল।

চলতি বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টি ট্রাস্ট তদন্ত শেষ করার জন্য বিজ্ঞাপন এক্সচেঞ্জ বিক্রি করার প্রস্তাব দিয়েছিল গুগল। কিন্তু ইউরোপীয় প্রকাশকেরা এই ব্যবস্থা অপ্রতুল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত