Ajker Patrika

ছবি খুঁজে দেবে ফটো স্ট্যাকস

প্রযুক্তি ডেস্ক
ছবি খুঁজে দেবে ফটো স্ট্যাকস

গুগল ফটোজে নিয়মিত ছবি জমা রাখেন অনেকেই। কিন্তু প্রয়োজনের সময় দ্রুত নির্দিষ্ট ছবি খুঁজতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। সেই সব সমস্যা থেকে মুক্ত থাকার জন্য ‘ফটো স্ট্যাকস’ নামের এআই টুল চালু করছে গুগল ফটোজ। 

ফটো স্ট্যাকস টুলটি বিভিন্ন ছবি পর্যালোচনা করে সাজিয়ে রাখার পাশাপাশি সেরা ছবিগুলো ‘টপ পিক’ গ্যালারি ফোল্ডারে জমা রাখবে। ব্যবহারকারী চাইলে টপ পিকে ছবি যোগ করতে পারবেন। ফটো স্ট্যাকসের পাশাপাশি আরও কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল চালু করা হবে গুগল ফটোজে। এর ফলে ছবির পাশাপাশি স্ক্রিনশট ও বিভিন্ন নথি নির্দিষ্ট ফোল্ডারে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এতে দ্রুত পছন্দের ছবি ও তথ্যের সন্ধান পাওয়া যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার টুলটি গুগল ফটোজে থাকা ছবিগুলোর বিষয়বস্তু পর্যালোচনা করে বিভিন্ন গ্রুপে সাজিয়ে রাখবে। ফলে বিভিন্ন সময়ে ছবি জমা রাখলেও একই বিষয়ের ছবিগুলো নির্দিষ্ট ফোল্ডারে খুঁজে পাওয়া যাবে।  ছবি, স্ক্রিনশট ও নথি সাজানোর পাশাপাশি নতুন এআই টুল ব্যবহার করে সহজেই তারিখ অনুযায়ী বিভিন্ন ‘রিমাইন্ডার’ সেট করা যাবে গুগল ফটোজে। ফলে বিভিন্ন ব্যক্তির ছবিতে জন্মদিন বা বিবাহবার্ষিকীর তারিখ উল্লেখ করলেই গুগল ফটোজ নির্দিষ্ট দিনে ব্যবহারকারীদের তা মনে করিয়ে দেবে। 

ফটো স্ট্যাকসসহ কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার টুলগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে ব্যবহার করা যাবে। 

সূত্র: গ্যাজেটস ৩৬০ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত