অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার
অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার
ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসরায়েল এবং সিঙ্গাপুরের সরকারের নাম উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডার একদল গবেষক।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়।
৫ ঘণ্টা আগেচলতি বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। এদিকে উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে পুরোনো মডেলের ২৪ কোটি কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া
১ দিন আগেটিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের সময় পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
১ দিন আগে