অনলাইন ডেস্ক
টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৮ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৫ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৬ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
২১ ঘণ্টা আগে