প্রযুক্তি ডেস্ক
গত বছর ঘোষণা দিয়েই মেটাভার্স তৈরিতে জোরেশোরে মাঠে নেমেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে লক্ষ্যেই বেশ কিছু উচ্চাভিলাষী কৃত্রিম-বুদ্ধিমত্তা প্রকল্প উন্মোচন করেছেন তিনি। এই কৃত্রিম-বুদ্ধিমত্তাকেই মেটাভার্সের মূল চাবিকাঠি মানছেন জাকারবার্গ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাইভ স্ট্রিম প্রদর্শনীতে কৃত্রিম-বুদ্ধিমত্তা বিল্ডার বট ব্যবহার করে একটি মৌলিক ভার্চুয়াল বিশ্ব তৈরি করেছেন জাকারবার্গ। যেখানে ছিল একটি দ্বীপ, গাছ এবং একটি সমুদ্র সৈকত। এই কৃত্রিম-বুদ্ধিমত্তা সিস্টেমগুলি মানুষের গোপনীয়তা রক্ষায় আরও স্বচ্ছভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ওই প্রদর্শনীতে একটি সর্বজনীন অনুবাদক তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছেন জাকারবার্গ, যা মেটাভার্সে যেকোনো ভাষায় যে কারও সঙ্গে যোগাযোগ করার সেতু হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।
গত ১০ বছর ধরে কৃত্রিম-বুদ্ধিমত্তায় বিনিয়োগ করে আসছে ফেসবুক। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের দ্রুততম কৃত্রিম-বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার তৈরির কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তাদের এ প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন ইয়ান লেকুন, যিনি কৃত্রিম-বুদ্ধিমত্তায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন।
গত বছর অক্টোবরে মেটাভার্স তৈরির ঘোষণা দিয়েই ফেসবুক ইনকরপোরেশনের নাম রাখা হয় মেটা। এই মেটাভার্স তৈরিতে সহায়তা করার জন্য ইউরোপে ১০ হাজার লোক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
মেটাভার্স শব্দটি মূলত সায়েন্স ফিকশন গল্প থেকে এসেছে। এটি ইন্টারনেটের এমন এক ভবিষ্যৎ দুনিয়া, যেখানে বাস্তবের সবকিছুই একদম বাস্তবের মতোই ভার্চ্যুয়াল পাওয়া যাবে। এই দুনিয়ায় প্রবেশ করতে স্মার্ট ফোন বা ল্যাপটপের বদলে প্রয়োজন হবে অগমেন্টেড রিয়্যালিটি হেড সেট।
গত বছর ঘোষণা দিয়েই মেটাভার্স তৈরিতে জোরেশোরে মাঠে নেমেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে লক্ষ্যেই বেশ কিছু উচ্চাভিলাষী কৃত্রিম-বুদ্ধিমত্তা প্রকল্প উন্মোচন করেছেন তিনি। এই কৃত্রিম-বুদ্ধিমত্তাকেই মেটাভার্সের মূল চাবিকাঠি মানছেন জাকারবার্গ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাইভ স্ট্রিম প্রদর্শনীতে কৃত্রিম-বুদ্ধিমত্তা বিল্ডার বট ব্যবহার করে একটি মৌলিক ভার্চুয়াল বিশ্ব তৈরি করেছেন জাকারবার্গ। যেখানে ছিল একটি দ্বীপ, গাছ এবং একটি সমুদ্র সৈকত। এই কৃত্রিম-বুদ্ধিমত্তা সিস্টেমগুলি মানুষের গোপনীয়তা রক্ষায় আরও স্বচ্ছভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ওই প্রদর্শনীতে একটি সর্বজনীন অনুবাদক তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছেন জাকারবার্গ, যা মেটাভার্সে যেকোনো ভাষায় যে কারও সঙ্গে যোগাযোগ করার সেতু হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।
গত ১০ বছর ধরে কৃত্রিম-বুদ্ধিমত্তায় বিনিয়োগ করে আসছে ফেসবুক। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের দ্রুততম কৃত্রিম-বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার তৈরির কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তাদের এ প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন ইয়ান লেকুন, যিনি কৃত্রিম-বুদ্ধিমত্তায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন।
গত বছর অক্টোবরে মেটাভার্স তৈরির ঘোষণা দিয়েই ফেসবুক ইনকরপোরেশনের নাম রাখা হয় মেটা। এই মেটাভার্স তৈরিতে সহায়তা করার জন্য ইউরোপে ১০ হাজার লোক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
মেটাভার্স শব্দটি মূলত সায়েন্স ফিকশন গল্প থেকে এসেছে। এটি ইন্টারনেটের এমন এক ভবিষ্যৎ দুনিয়া, যেখানে বাস্তবের সবকিছুই একদম বাস্তবের মতোই ভার্চ্যুয়াল পাওয়া যাবে। এই দুনিয়ায় প্রবেশ করতে স্মার্ট ফোন বা ল্যাপটপের বদলে প্রয়োজন হবে অগমেন্টেড রিয়্যালিটি হেড সেট।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৭ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৯ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৯ ঘণ্টা আগে