অনলাইন ডেস্ক
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট পোস্ট করে উপার্জনের সুবিধা গত বছর চালু হয়েছে। এই ফিচারটি পরীক্ষা করতে গত সপ্তাহে প্রথম এ প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন ইউটিউবের রাজা হিসেবে পরিচিত মিস্টারবিস্ট। এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রায় ১৫ কোটি বার দেখা হয় এবং তা থেকে ২ লাখ ৬০ হাজার ডলার আয় হয়েছে বলে এক্সের নিজস্ব অ্যাকাউন্টে জানিয়েছেন মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন। এটি এক্স প্ল্যাটফর্মের জন্যও গুরুত্বপূর্ণ প্রচারণা।
এর আগে মিস্টারবিস্টকে এক্সে ভিডিও আপলোডের জন্য উৎসাহ দেন ইলন মাস্ক। এই ভিডিওর ফলাফল এক্সের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন।
একই ভিডিও মিস্টারবিস্ট তার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন। তবে এই ভিডিও ইউটিউবে আপলোড করার পর চার মাসে মাত্র ২১ কোটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে। এছাড়া সম্প্রতি ইউটিউবে আপলোড করা আরেক ভিডিও পাঁচ দিনে ১ লাখ ৬৭ হাজার ডলার আয় করে ও এর ভিউ হয় ৯ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক্স প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে কঠোর প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করা হয়।
এক্সের এই সফলতার সঙ্গে কিছু সমস্যার কথাও তুলে ধরেন মিস্টারবিস্ট। তিনি বলেন, এটি কিছুটা বিভ্রান্তিকর। দুটি কারণে এমনটি ঘটেছে বলে তিনি মনে করেন। একদিকে মিস্টারবিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা ও অন্যদিকে এই প্ল্যাটফর্মে প্রথমবার ভিডিওটি আপলোড করা হয়। দুটি বিষয় মিলে এটি ব্যাপক মানুষের নজর কাড়ে। ভিডিওটিতে বিজ্ঞাপনদাতারা হুমড়ি খেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। এর ফলে তার অ্যাকাউন্ট বেশি রেটিং পেয়েছে।
এক্সে ভিডিওটি আপলোড করার কিছু সময় পরে শপিফাই কোম্পানির প্রেসিডেন্ট হারলে ফিঙ্কেলস্টেইন বলেন, তার কোম্পানি মিস্টারবিস্টের ভিডিওয়ের জন্য বিজ্ঞাপনী অংশীদার হওয়ার প্রথম বাণিজ্যিক ব্র্যান্ড।
অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর মতো এত বেশি আয় করবে না বলে মনে করেন ডোনাল্ডসন। তিনি বলেন, ‘আমার ভিডিও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে বিজ্ঞাপনদাতারা এতে বিজ্ঞাপন দেয়। তাই আমার ভিডিওতে আয়ও বেশি যা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে।’
মিস্টারবিস্টের ভিডিও এক্স বেশি করে বুস্ট বা প্রচার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে নির্দেশ করা হয়েছে। এর ফলে কৃত্রিমভাবে ওই ভিডিওয়ের ভিউ বাড়ানো হয়েছে বলে অনেকেই দাবি করছেন। আর মিস্টারবিস্টের অ্যাকাউন্টিও বুস্ট করছে এক্স। তবে মাস্ক এসব অভিযোগ নাকচ করে দেন। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সুস্পষ্ট প্রমাণও নেই।
একটি ভিডিওর কতটুকু দেখলে তা একটি ভিউ হিসেবে ধরা হবে, ডোনাল্ডসনের এমন প্রশ্নের উত্তরও ইলন মাস্ক দেননি। তাই ভিডিওতে একবার ক্লিক করলেই তা ভিউ হিসেবে ধরা পারে। আর এভাবেই হয়তো মিস্টারবিস্টের ভিডিওটি ১৫ কোটি বার ভিউ হয়। ইউটিউবে ভিডিও কিছু সময় ধরে দেখলে তা ভিউ হিসেবে ধরা হয়। যেমন: বিজ্ঞাপনের ক্ষেত্রে ৩০ সেকেন্ড ধরা হয়।
অন্যান্য ক্রিয়েটরদের তুলনায় মিস্টারবিস্টের ভিডিওয়ের আয় ও ভিউ বেশি হলেও এটি এক্সের জন্য ভিডিও বানানো তার জন্য বেশি একটা সুবিধার না।
এক পোস্টে মাস্ককে ডোনাল্ডসন বলেন, তার একটি ভিডিও বানাতে কোটি কোটি ডলার খরচ হয় আর এক্স এসব তৈরিতে একটুও বিনিয়োগ করবে না।’
এই ভিডিওটির আয় এক্সে এবার বেশি হলেও প্ল্যাটফর্মটিতে খুব বেশি কোম্পানি বিজ্ঞাপন দেয় না। যার ফলে এক্সে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় করা মিস্টারবিস্টের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই এতে বিজ্ঞাপনদাতার সংখ্যা কমে যায়।
এক্সে আরও ভিডিও আপলোড করবেন তা স্পষ্ট করে জানায়নি মিস্টারবিস্ট। এক্স প্ল্যাটফর্মের আয় বাড়াতে ইলন মাস্ক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করেছেন। আর এভাবে এক্স ইউটিউবের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম হিসেবে সামনে এসেছে। আর ইউটিউবের সবচেয়ে বড় তারকাকে এক্স ভিডিও প্রকাশের জন্য রাজি করাতে না পারলে, অন্যরাও এই প্ল্যাটফর্মের ভিডিও আপলোডে আগ্রহী হবে না।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট পোস্ট করে উপার্জনের সুবিধা গত বছর চালু হয়েছে। এই ফিচারটি পরীক্ষা করতে গত সপ্তাহে প্রথম এ প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন ইউটিউবের রাজা হিসেবে পরিচিত মিস্টারবিস্ট। এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রায় ১৫ কোটি বার দেখা হয় এবং তা থেকে ২ লাখ ৬০ হাজার ডলার আয় হয়েছে বলে এক্সের নিজস্ব অ্যাকাউন্টে জানিয়েছেন মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন। এটি এক্স প্ল্যাটফর্মের জন্যও গুরুত্বপূর্ণ প্রচারণা।
এর আগে মিস্টারবিস্টকে এক্সে ভিডিও আপলোডের জন্য উৎসাহ দেন ইলন মাস্ক। এই ভিডিওর ফলাফল এক্সের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন।
একই ভিডিও মিস্টারবিস্ট তার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন। তবে এই ভিডিও ইউটিউবে আপলোড করার পর চার মাসে মাত্র ২১ কোটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে। এছাড়া সম্প্রতি ইউটিউবে আপলোড করা আরেক ভিডিও পাঁচ দিনে ১ লাখ ৬৭ হাজার ডলার আয় করে ও এর ভিউ হয় ৯ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক্স প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে কঠোর প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করা হয়।
এক্সের এই সফলতার সঙ্গে কিছু সমস্যার কথাও তুলে ধরেন মিস্টারবিস্ট। তিনি বলেন, এটি কিছুটা বিভ্রান্তিকর। দুটি কারণে এমনটি ঘটেছে বলে তিনি মনে করেন। একদিকে মিস্টারবিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা ও অন্যদিকে এই প্ল্যাটফর্মে প্রথমবার ভিডিওটি আপলোড করা হয়। দুটি বিষয় মিলে এটি ব্যাপক মানুষের নজর কাড়ে। ভিডিওটিতে বিজ্ঞাপনদাতারা হুমড়ি খেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। এর ফলে তার অ্যাকাউন্ট বেশি রেটিং পেয়েছে।
এক্সে ভিডিওটি আপলোড করার কিছু সময় পরে শপিফাই কোম্পানির প্রেসিডেন্ট হারলে ফিঙ্কেলস্টেইন বলেন, তার কোম্পানি মিস্টারবিস্টের ভিডিওয়ের জন্য বিজ্ঞাপনী অংশীদার হওয়ার প্রথম বাণিজ্যিক ব্র্যান্ড।
অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর মতো এত বেশি আয় করবে না বলে মনে করেন ডোনাল্ডসন। তিনি বলেন, ‘আমার ভিডিও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে বিজ্ঞাপনদাতারা এতে বিজ্ঞাপন দেয়। তাই আমার ভিডিওতে আয়ও বেশি যা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে।’
মিস্টারবিস্টের ভিডিও এক্স বেশি করে বুস্ট বা প্রচার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে নির্দেশ করা হয়েছে। এর ফলে কৃত্রিমভাবে ওই ভিডিওয়ের ভিউ বাড়ানো হয়েছে বলে অনেকেই দাবি করছেন। আর মিস্টারবিস্টের অ্যাকাউন্টিও বুস্ট করছে এক্স। তবে মাস্ক এসব অভিযোগ নাকচ করে দেন। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সুস্পষ্ট প্রমাণও নেই।
একটি ভিডিওর কতটুকু দেখলে তা একটি ভিউ হিসেবে ধরা হবে, ডোনাল্ডসনের এমন প্রশ্নের উত্তরও ইলন মাস্ক দেননি। তাই ভিডিওতে একবার ক্লিক করলেই তা ভিউ হিসেবে ধরা পারে। আর এভাবেই হয়তো মিস্টারবিস্টের ভিডিওটি ১৫ কোটি বার ভিউ হয়। ইউটিউবে ভিডিও কিছু সময় ধরে দেখলে তা ভিউ হিসেবে ধরা হয়। যেমন: বিজ্ঞাপনের ক্ষেত্রে ৩০ সেকেন্ড ধরা হয়।
অন্যান্য ক্রিয়েটরদের তুলনায় মিস্টারবিস্টের ভিডিওয়ের আয় ও ভিউ বেশি হলেও এটি এক্সের জন্য ভিডিও বানানো তার জন্য বেশি একটা সুবিধার না।
এক পোস্টে মাস্ককে ডোনাল্ডসন বলেন, তার একটি ভিডিও বানাতে কোটি কোটি ডলার খরচ হয় আর এক্স এসব তৈরিতে একটুও বিনিয়োগ করবে না।’
এই ভিডিওটির আয় এক্সে এবার বেশি হলেও প্ল্যাটফর্মটিতে খুব বেশি কোম্পানি বিজ্ঞাপন দেয় না। যার ফলে এক্সে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় করা মিস্টারবিস্টের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই এতে বিজ্ঞাপনদাতার সংখ্যা কমে যায়।
এক্সে আরও ভিডিও আপলোড করবেন তা স্পষ্ট করে জানায়নি মিস্টারবিস্ট। এক্স প্ল্যাটফর্মের আয় বাড়াতে ইলন মাস্ক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করেছেন। আর এভাবে এক্স ইউটিউবের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম হিসেবে সামনে এসেছে। আর ইউটিউবের সবচেয়ে বড় তারকাকে এক্স ভিডিও প্রকাশের জন্য রাজি করাতে না পারলে, অন্যরাও এই প্ল্যাটফর্মের ভিডিও আপলোডে আগ্রহী হবে না।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৫ ঘণ্টা আগে