গ্রামীণফোনে ৩০ টাকার কম রিচার্জ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২: ২৭
Thumbnail image

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে। আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) থেকে গ্রাহকেরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। 

এই রিচার্জে গ্রামীণফোনের ৩০ টাকার কম যেসব মিনিট প্যাক এবং স্ক্র্যাচকার্ড রয়েছে, সেগুলো আগের মতো ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। তবে সর্বনিম্ন রিচার্জের (৩০ টাকা) মেয়াদ কত দিন থাকবে, সেটি জানায়নি প্রতিষ্ঠানটি। 

গ্রাহকদের এসএমএস দিয়ে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রিপেইড গ্রাহকেরা তাঁদের মাইজিপি অ্যাপেও এই নোটিশ দেখতে পারছেন। 

প্রায় দেড় বছর আগে সিমে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ বৃদ্ধি করে গ্রামীণফোন। ফ্লেক্সিলোড শুরুর সময় থেকে সর্বনিম্ন রিচার্জ করা যেত ১০ টাকা। এ রিচার্জের মেয়াদ থাকত এক মাস। এরপর ২০২২ সালের জুলাইতে নতুন করে সর্বনিম্ন রিচার্জের সীমা নির্ধারণ করা হয়। ওই সময় সর্বনিম্ন রিচার্জের সীমা করা হয় ২০ টাকা। 

কিছুদিন আগে কয়েক দফায় ইন্টারনেট প্যাকের মূল্য পরিবর্তন করে সব মোবাইল অপারেটর। ওই সময় টেলিটকের জনপ্রিয় ১৭ টাকায় ২ জিবি অফারটি বন্ধ হয়। পরে প্রতিষ্ঠানটি নতুন দুটি আনলিমিটেড মেয়াদের প্যাক নিয়ে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত