স্মার্ট জীবন ডেস্ক
ইন্টারনেটের সোনার কাঠি জাদুর কাঠি পৌঁছে গেছে শিশুদের কাছেও। প্রায় প্রতিটি শিশুই এখন নেটে অনেকটা সময় কাটায়। নেট ঘাঁটতে গিয়ে অজান্তেই বড়দের কনটেন্ট চলে আসে শিশুদের সামনে। সেগুলো শিশুদের সরল স্বাভাবিক বিকাশে বাধার কারণ হতে পারে। তাই কিছু পরিকল্পনা করেই শিশুর হাতে ইন্টারনেট তুলে দেওয়া উচিত।
যা করবেন
ইন্টারনেট সম্পর্কে ধারণা দিন
ইন্টারনেট ব্যবহারের সঠিক উপায় সম্পর্কে শিশুকে ধারণা দিন। কোন ধরনের কনটেন্ট ব্যবহার করতে পারবে, কোনগুলো পারবে না, ইন্টারনেট ব্যবহারের নানা অসুবিধা বা বিপদের কথা তাদের জানান। ভাইরাস ম্যালওয়্যার, হ্যাকিং সম্পর্কে জানান।
ব্রাউজের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি
শিশুদের যদি কোনো ডিভাইস দেওয়া হয়, তাহলে সেটিতে প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন।
চাইল্ড ভার্সন অপশনটি ব্যবহার করুন
ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে ইন্টারনেটের চাইল্ড ভার্সন আছে। সে ক্ষেত্রে শিশুদের একটি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া যেতে পারে। যাতে শিশুরা ব্যবহার করলেও অভিভাবকদের খেয়াল রাখার সুযোগ থাকে।
শিশুর প্রিয় ওয়েবসাইটগুলোর খোঁজ রাখুন
প্রতিটি ওয়েবসাইটের প্রাইভেসি সেটিংস ঘেঁটে দেখুন। সব ওয়েবসাইট ও অ্যাপের সর্বোচ্চ প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন। এমনকি নিজেদের ব্যবহার করা সব ডিভাইসে একই কাজ করুন।
শিশুকে ইন্টারনেটের খারাপ প্রভাব থেকে দূরে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সময়গুলোকে আনন্দে-উচ্ছ্বাসে ভরিয়ে রাখতে পারলেই শিশুদের যন্ত্রের প্রতি আকর্ষণ কম হবে। তখন এমনিতেই শিশুরা ইন্টারনেটের প্রতি আসক্ত হবে না।
ইন্টারনেটের সোনার কাঠি জাদুর কাঠি পৌঁছে গেছে শিশুদের কাছেও। প্রায় প্রতিটি শিশুই এখন নেটে অনেকটা সময় কাটায়। নেট ঘাঁটতে গিয়ে অজান্তেই বড়দের কনটেন্ট চলে আসে শিশুদের সামনে। সেগুলো শিশুদের সরল স্বাভাবিক বিকাশে বাধার কারণ হতে পারে। তাই কিছু পরিকল্পনা করেই শিশুর হাতে ইন্টারনেট তুলে দেওয়া উচিত।
যা করবেন
ইন্টারনেট সম্পর্কে ধারণা দিন
ইন্টারনেট ব্যবহারের সঠিক উপায় সম্পর্কে শিশুকে ধারণা দিন। কোন ধরনের কনটেন্ট ব্যবহার করতে পারবে, কোনগুলো পারবে না, ইন্টারনেট ব্যবহারের নানা অসুবিধা বা বিপদের কথা তাদের জানান। ভাইরাস ম্যালওয়্যার, হ্যাকিং সম্পর্কে জানান।
ব্রাউজের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি
শিশুদের যদি কোনো ডিভাইস দেওয়া হয়, তাহলে সেটিতে প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন।
চাইল্ড ভার্সন অপশনটি ব্যবহার করুন
ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে ইন্টারনেটের চাইল্ড ভার্সন আছে। সে ক্ষেত্রে শিশুদের একটি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া যেতে পারে। যাতে শিশুরা ব্যবহার করলেও অভিভাবকদের খেয়াল রাখার সুযোগ থাকে।
শিশুর প্রিয় ওয়েবসাইটগুলোর খোঁজ রাখুন
প্রতিটি ওয়েবসাইটের প্রাইভেসি সেটিংস ঘেঁটে দেখুন। সব ওয়েবসাইট ও অ্যাপের সর্বোচ্চ প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন। এমনকি নিজেদের ব্যবহার করা সব ডিভাইসে একই কাজ করুন।
শিশুকে ইন্টারনেটের খারাপ প্রভাব থেকে দূরে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সময়গুলোকে আনন্দে-উচ্ছ্বাসে ভরিয়ে রাখতে পারলেই শিশুদের যন্ত্রের প্রতি আকর্ষণ কম হবে। তখন এমনিতেই শিশুরা ইন্টারনেটের প্রতি আসক্ত হবে না।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৫ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৭ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে