এখন থেকে সরাসরি ফোন নম্বর সেভ করা যাবে হোয়াটসঅ্যাপেই 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১০: ২৭
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০: ৫২

ফোন নম্বর ব্যবস্থাপনার জন্য ‘ম্যানেজ কন্টাক্ট’ ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই কন্টাক্ট বা ফোন নম্বর সংরক্ষণ করতে দেবে এই ফিচার। ফলে ফোন হারিয়ে গেলেও প্রয়োজনীয় কন্টাক্ট হারিয়ে যাবে না। 

সাধারণত স্মার্টফোনের কন্টাক্ট তালিকার ওপর নির্ভর করে হোয়াটসঅ্যাপের কন্টাক্ট পরিচালনা হয়। তবে এটি ব্যবহারকারীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন: ডিভাইস হারালে এবং ফোনের কন্টাক্ট ব্যাকআপ করতে ভুলে গেলে বা এক ডিভাইসে আলাদা কন্টাক্টসহ একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করলে প্রয়োজনীয় কন্টাক্ট খুঁজে পেতে সমস্যা হতে পারে। এ জন্য নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ। 

এখন যেকোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপের কন্টাক্টগুলো ডিলিট বা সেভ করা যাবে। হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ও উইন্ডোজ অ্যাপ ব্যবহার করে কন্টাক্টগুলো গুছিয়ে রাখা যাবে। এখন কন্টাক্টগুলো শুধু হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা ডিভাইসের কন্টাক্ট তালিকা থেকে আলাদা হবে। 

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপডেটটি পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে চালু হবে। প্রথমে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ ও উইন্ডোজ প্ল্যাটফরমে ফিচারটি পাওয়া যাবে। পরে অন্যান্য লিংক ডিভাইসে ফিচারটি যুক্ত হবে। 

ব্যবহারকারীরা যখন ডিভাইস পরিবর্তন করবেন বা তাদের ফোন হারাবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কন্টাক্টগুলো পুনরুদ্ধার হবে। কোম্পানি এক ঘোষণায় বলেছে, ‘হোয়াটসঅ্যাপ কন্টাক্টগুলো অন্যদের সঙ্গে ফোন শেয়ার করার সময় বা ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনার সময় ব্যক্তিগত ও ব্যবসায়িক কন্টাক্টগুলো আলাদা করার জন্য আদর্শ।’ 

হোয়াটসঅ্যাপ আরও বলছে, ভবিষ্যতে ইউজারনেম সিস্টেম চালু করবে হোয়াটসঅ্যাপ। ফিচারটি এই সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের ফোন নম্বর শেয়ার না করেই সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। এ ছাড়া এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে তৈরি হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপ এখনো ফিচারটি চালুর তারিখ ঘোষণা করেনি। এর আগে কেবল ফোনে সেভ করে বা কিউআর কোড স্ক্যান করে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট যোগ করতে পারবেন। নতুন সিস্টেমটি ডেস্কটপ কম্পিউটার থেকে স্বচ্ছন্দে কন্টাক্ট পরিচালনার সুযোগ দেবে, ফলে কন্টাক্ট যোগ করার জন্য মোবাইল ফোনে ব্যবহার করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ জোর দিয়ে বলেছে যে, পরিবর্তনগুলো ব্যবহারকারীর সুরক্ষা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যদিও ঘোষণায় নিরাপত্তারবিষয়ক তথ্যগুলো প্রকাশ করা হয়নি। 

তথ্যসূত্র: দ্য ভার্জ ও টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত