অনলাইন ডেস্ক
অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে