নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৭: ৫৭
Thumbnail image

নভেম্বরে চীনের বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো। গত আগস্টে বাজারে আসা রিয়েলমি জিটি ৫ ফোনের উত্তরসূরি হলো এই মডেল। এই ফোনে কোম্পানির নতুন হিট ডিসিপেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন থেকে তাপ বের করতে সাহায্য করবে এ প্রযুক্তি। এ ছাড়া চিপসেট হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ও টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবুর এক পোস্টে ফোনটি বাজারে আসার তথ্য নিশ্চিত করেছে রিয়েলমি। তবে এর উন্মোচনের সঠিক তারিখ জানা যায়নি।

এ মাসে নতুন স্মার্টফোন উন্মোচন করবে নুবিয়া ও অনার। নুবিয়া রেড ম্যাজিক ৯ প্রো ও অনার ১০০ সিরিজ বাজারে আসবে আগামী ২৩ নভেম্বর। একই সময় রিয়েলমি নতুন মডেলের উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে। 

ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা:
ত্রিপল ক্যামেরা সেন্সর–৫০ মেগাপিক্সেল সনি লেশিয়া এলওয়াইটি ৮০৮ সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি ০৮ ডি ১০ এবং ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ টেলিফটো সেন্সর।
 
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল 

ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি (১২৬৪ x ২৭৮০ পিক্সেলস) অ্যামোলেড ডিসপ্লে। 

ব্রাইটনেস লেভেল: ৩০০০ নিটস। 

চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ সিপিউ

মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি 

ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি 

ব্যাটারি: ৫,৪০০ এমএএইচ

চার্জিং: ১০০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস 

তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত