অনলাইন ডেস্ক
নভেম্বরে চীনের বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো। গত আগস্টে বাজারে আসা রিয়েলমি জিটি ৫ ফোনের উত্তরসূরি হলো এই মডেল। এই ফোনে কোম্পানির নতুন হিট ডিসিপেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন থেকে তাপ বের করতে সাহায্য করবে এ প্রযুক্তি। এ ছাড়া চিপসেট হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ও টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবুর এক পোস্টে ফোনটি বাজারে আসার তথ্য নিশ্চিত করেছে রিয়েলমি। তবে এর উন্মোচনের সঠিক তারিখ জানা যায়নি।
এ মাসে নতুন স্মার্টফোন উন্মোচন করবে নুবিয়া ও অনার। নুবিয়া রেড ম্যাজিক ৯ প্রো ও অনার ১০০ সিরিজ বাজারে আসবে আগামী ২৩ নভেম্বর। একই সময় রিয়েলমি নতুন মডেলের উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেন্সর–৫০ মেগাপিক্সেল সনি লেশিয়া এলওয়াইটি ৮০৮ সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি ০৮ ডি ১০ এবং ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ টেলিফটো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি (১২৬৪ x ২৭৮০ পিক্সেলস) অ্যামোলেড ডিসপ্লে।
ব্রাইটনেস লেভেল: ৩০০০ নিটস।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ সিপিউ
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ব্যাটারি: ৫,৪০০ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
নভেম্বরে চীনের বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো। গত আগস্টে বাজারে আসা রিয়েলমি জিটি ৫ ফোনের উত্তরসূরি হলো এই মডেল। এই ফোনে কোম্পানির নতুন হিট ডিসিপেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন থেকে তাপ বের করতে সাহায্য করবে এ প্রযুক্তি। এ ছাড়া চিপসেট হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ও টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবুর এক পোস্টে ফোনটি বাজারে আসার তথ্য নিশ্চিত করেছে রিয়েলমি। তবে এর উন্মোচনের সঠিক তারিখ জানা যায়নি।
এ মাসে নতুন স্মার্টফোন উন্মোচন করবে নুবিয়া ও অনার। নুবিয়া রেড ম্যাজিক ৯ প্রো ও অনার ১০০ সিরিজ বাজারে আসবে আগামী ২৩ নভেম্বর। একই সময় রিয়েলমি নতুন মডেলের উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেন্সর–৫০ মেগাপিক্সেল সনি লেশিয়া এলওয়াইটি ৮০৮ সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি ০৮ ডি ১০ এবং ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ টেলিফটো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি (১২৬৪ x ২৭৮০ পিক্সেলস) অ্যামোলেড ডিসপ্লে।
ব্রাইটনেস লেভেল: ৩০০০ নিটস।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ সিপিউ
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ব্যাটারি: ৫,৪০০ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে