প্রযুক্তি ডেস্ক
ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।
কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।
গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না।
পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।
ক্রোমবুক বিষয়ক ব্লগ ক্রোম আনবক্সড জানিয়েছে, ক্রোমিয়াম গেরিট–এ ইউডব্লিউবির সূত্র পাওয়া গেছে।
ক্রোমিয়াম গেরিট একটি ওপেন–সোর্স ওয়েব–ভিত্তিক কোড কোলাবরেশন টুল। এখানে ডেভেলপারেরা সোর্স কোডের পরিবর্তন পর্যালোচনা করতে পারেন। এই প্ল্যাটফর্মের এই সোর্স কোড দেখে ধারণা করা যায়, গুগল বর্তমানে ক্রোমবুকে ইউডব্লিউবি প্রযুক্তি পরীক্ষা করছে।
ব্লগটি অনুসারে, গুগল প্রযুক্তিটির কয়েকটি ব্যবহারের ক্ষেত্র পরীক্ষা করছে। ক্রোমবুক থেকে ক্রোমবুক, ক্রোমবুক থেকে ফোন এবং একসঙ্গে একাধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
ইউডব্লিউবি প্রযুক্তি কী
ইউডব্লিউবি হলো স্বল্প-পরিসরে এবং কম দূরত্বে বেতার যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বহুমুখী এবং সস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর গতি ৪ এমবিপিএস থেকে ৬৭৫ এমবিপিএস বা এরও বেশি। সেই সঙ্গে খুবই নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করতে পারে।
এটি বর্তমানে সরাসরি এন্ট্রি, অটোমেশন, ট্র্যাকিং এবং আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক ফোন এবং ট্র্যাকার ট্যাগে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ক্রোমবুকে এ ধরনের প্রযুক্তি থাকলে সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। একটি কক্ষে একটি শেয়ার্ড ড্রাইভ ইউডব্লিউবি–এর সঙ্গে যুক্ত করলে একাধিক ব্যক্তি সেটিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। কোনো অ্যাপ মিরর করার সময় আর কোনো ল্যাগ থাকবে না। অর্থাৎ ঘরের মধ্যে তারহীন সংযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষা করছে।
ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।
কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।
গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না।
পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।
ক্রোমবুক বিষয়ক ব্লগ ক্রোম আনবক্সড জানিয়েছে, ক্রোমিয়াম গেরিট–এ ইউডব্লিউবির সূত্র পাওয়া গেছে।
ক্রোমিয়াম গেরিট একটি ওপেন–সোর্স ওয়েব–ভিত্তিক কোড কোলাবরেশন টুল। এখানে ডেভেলপারেরা সোর্স কোডের পরিবর্তন পর্যালোচনা করতে পারেন। এই প্ল্যাটফর্মের এই সোর্স কোড দেখে ধারণা করা যায়, গুগল বর্তমানে ক্রোমবুকে ইউডব্লিউবি প্রযুক্তি পরীক্ষা করছে।
ব্লগটি অনুসারে, গুগল প্রযুক্তিটির কয়েকটি ব্যবহারের ক্ষেত্র পরীক্ষা করছে। ক্রোমবুক থেকে ক্রোমবুক, ক্রোমবুক থেকে ফোন এবং একসঙ্গে একাধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
ইউডব্লিউবি প্রযুক্তি কী
ইউডব্লিউবি হলো স্বল্প-পরিসরে এবং কম দূরত্বে বেতার যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বহুমুখী এবং সস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর গতি ৪ এমবিপিএস থেকে ৬৭৫ এমবিপিএস বা এরও বেশি। সেই সঙ্গে খুবই নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করতে পারে।
এটি বর্তমানে সরাসরি এন্ট্রি, অটোমেশন, ট্র্যাকিং এবং আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক ফোন এবং ট্র্যাকার ট্যাগে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ক্রোমবুকে এ ধরনের প্রযুক্তি থাকলে সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। একটি কক্ষে একটি শেয়ার্ড ড্রাইভ ইউডব্লিউবি–এর সঙ্গে যুক্ত করলে একাধিক ব্যক্তি সেটিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। কোনো অ্যাপ মিরর করার সময় আর কোনো ল্যাগ থাকবে না। অর্থাৎ ঘরের মধ্যে তারহীন সংযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষা করছে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২২ মিনিট আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে