প্রযুক্তি ডেস্ক
ওয়েবসাইট বা ফেসবুক মার্কেটপ্লেসে পুরোনো ফোন কেনাবেচা বাড়ছে। তবে এ ধরনের ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ফোন কেনার সময় মালিকানা নথিসহ বেশ কিছু বিষয় যাচাই না করলে পরে সমস্যা হতে পারে।
পুরোনো ফোন কেনার সময় যে সব বিষয়ে নজর রাখতে হবে তা তুলে ধরা হল—
ফোনের কাগজপত্র আছে কি না দেখুন
যার থেকে ফোনটি কেনা হচ্ছে, তিনিই ফোনটির আসল মালিক কি না তা নিশ্চিত হওয়া জরুরি। অনেক সময় চুরি করা ফোন বিক্রির বিজ্ঞাপনও অনেকে দিয়ে থাকে। এ ধরনের ফোন কিনলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ক্রেতাকে। ফোন কেনার সময় অবশ্যই ফোনটি কেনার রশিদ দেখতে চাইতে হবে। অনেক সময় ভুয়া রশিদও অনেকে বানিয়ে নেন। এ ক্ষেত্রে, বাড়তি সতর্কতা হিসেবে ফোনের আসল বাক্স সঙ্গে আছে কি না দেখে নিবেন। অবশ্যই বাক্সের গায়ে লেখা আইএমইআই নম্বরের সঙ্গে ফোনের আইএমইআই মিলিয়ে নেবেন।
আইএমইআই চেক করুন
ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করা ফোন কেনার পুর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নম্বর জানতে ‘*#০৬#’- এ ডায়াল করুন। ডায়ালের পর পর্দায় ১৫ সংখ্যার একটা নম্বর দেখা যাবে। এটিই মোবাইলের আইএমইআই নম্বর। IMEIdetective.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আইএমইআই নম্বর ইনপুট করলে ফোন সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যাবে।
আইফোন কেনার ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।
নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে: https://checkcoverage.apple.com–এ লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোনসম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।
হার্ডওয়্যার পরীক্ষা করে দেখুন
পুরোনো মোবাইল ফোন কেনার আগে ফোনের হার্ডওয়্যার ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়া জরুরি। ফোনের বহিরাংশে কোনো প্রকারে দাগ, ফাটা ইত্যাদি আছে কিনা তা দেখে নিন। অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে ফোনে দাগ বা ফাটা স্থানের সৃষ্টি হয়। এতে করে ফোনের ভেতরেই সমস্যার সম্ভাবনা থেকে যায়। প্রয়োজনে কোনো ফোন মেরামতের দোকানে গিয়ে ফোন খুলে পরীক্ষা করাতে পারেন।
সুযোগ থাকলে ল্যাপটপের সঙ্গে ইউএসবি কেবল লাগিয়ে তথ্য স্থানান্তর ও চার্জিং এর ক্ষেত্রে সমস্যা আছে কিনা তা ভালো মতো দেখে নেওয়া উচিৎ। এ ছাড়া নেটওয়ার্ক পরীক্ষার পাশাপাশি ব্রাউজিং, অ্যাপ্লিকেশন ডাউনলোড সহ ছবি ও ভিডিও ঠিকমতো কাজ করছে কিনা তা দেখে নেওয়া জরুরি।
অনলাইনে দাম যাচাই করে নিন
বিজ্ঞাপনের সাইট গুলোতে একটু ঘাঁটাঘাঁটি করলেই পুরোনো ফোনের দাম সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এ ছাড়া, ব্র্যান্ডের ওয়েবসাইটে ফোনটির বর্তমান দাম দেখেও পুরনো ফোনের দাম সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। দাম নির্ধারণের ক্ষেত্রে ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে, কি অবস্থায় আছে- এগুলো বিবেচনা করতে হবে।
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা ভালো
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা বুদ্ধিমানের কাজ। এতে করে ফোনে কোনো প্রকারের সমস্যা দেখা গেলেও তা নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টারে মেরামতের সুযোগ থাকে। ফলে, ফোনটি নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসে।
ওয়েবসাইট বা ফেসবুক মার্কেটপ্লেসে পুরোনো ফোন কেনাবেচা বাড়ছে। তবে এ ধরনের ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ফোন কেনার সময় মালিকানা নথিসহ বেশ কিছু বিষয় যাচাই না করলে পরে সমস্যা হতে পারে।
পুরোনো ফোন কেনার সময় যে সব বিষয়ে নজর রাখতে হবে তা তুলে ধরা হল—
ফোনের কাগজপত্র আছে কি না দেখুন
যার থেকে ফোনটি কেনা হচ্ছে, তিনিই ফোনটির আসল মালিক কি না তা নিশ্চিত হওয়া জরুরি। অনেক সময় চুরি করা ফোন বিক্রির বিজ্ঞাপনও অনেকে দিয়ে থাকে। এ ধরনের ফোন কিনলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ক্রেতাকে। ফোন কেনার সময় অবশ্যই ফোনটি কেনার রশিদ দেখতে চাইতে হবে। অনেক সময় ভুয়া রশিদও অনেকে বানিয়ে নেন। এ ক্ষেত্রে, বাড়তি সতর্কতা হিসেবে ফোনের আসল বাক্স সঙ্গে আছে কি না দেখে নিবেন। অবশ্যই বাক্সের গায়ে লেখা আইএমইআই নম্বরের সঙ্গে ফোনের আইএমইআই মিলিয়ে নেবেন।
আইএমইআই চেক করুন
ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করা ফোন কেনার পুর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নম্বর জানতে ‘*#০৬#’- এ ডায়াল করুন। ডায়ালের পর পর্দায় ১৫ সংখ্যার একটা নম্বর দেখা যাবে। এটিই মোবাইলের আইএমইআই নম্বর। IMEIdetective.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আইএমইআই নম্বর ইনপুট করলে ফোন সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যাবে।
আইফোন কেনার ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।
নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে: https://checkcoverage.apple.com–এ লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোনসম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।
হার্ডওয়্যার পরীক্ষা করে দেখুন
পুরোনো মোবাইল ফোন কেনার আগে ফোনের হার্ডওয়্যার ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়া জরুরি। ফোনের বহিরাংশে কোনো প্রকারে দাগ, ফাটা ইত্যাদি আছে কিনা তা দেখে নিন। অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে ফোনে দাগ বা ফাটা স্থানের সৃষ্টি হয়। এতে করে ফোনের ভেতরেই সমস্যার সম্ভাবনা থেকে যায়। প্রয়োজনে কোনো ফোন মেরামতের দোকানে গিয়ে ফোন খুলে পরীক্ষা করাতে পারেন।
সুযোগ থাকলে ল্যাপটপের সঙ্গে ইউএসবি কেবল লাগিয়ে তথ্য স্থানান্তর ও চার্জিং এর ক্ষেত্রে সমস্যা আছে কিনা তা ভালো মতো দেখে নেওয়া উচিৎ। এ ছাড়া নেটওয়ার্ক পরীক্ষার পাশাপাশি ব্রাউজিং, অ্যাপ্লিকেশন ডাউনলোড সহ ছবি ও ভিডিও ঠিকমতো কাজ করছে কিনা তা দেখে নেওয়া জরুরি।
অনলাইনে দাম যাচাই করে নিন
বিজ্ঞাপনের সাইট গুলোতে একটু ঘাঁটাঘাঁটি করলেই পুরোনো ফোনের দাম সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এ ছাড়া, ব্র্যান্ডের ওয়েবসাইটে ফোনটির বর্তমান দাম দেখেও পুরনো ফোনের দাম সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। দাম নির্ধারণের ক্ষেত্রে ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে, কি অবস্থায় আছে- এগুলো বিবেচনা করতে হবে।
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা ভালো
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা বুদ্ধিমানের কাজ। এতে করে ফোনে কোনো প্রকারের সমস্যা দেখা গেলেও তা নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টারে মেরামতের সুযোগ থাকে। ফলে, ফোনটি নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৩ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে