প্রযুক্তি ডেস্ক
ওয়েবসাইট বা ফেসবুক মার্কেটপ্লেসে পুরোনো ফোন কেনাবেচা বাড়ছে। তবে এ ধরনের ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ফোন কেনার সময় মালিকানা নথিসহ বেশ কিছু বিষয় যাচাই না করলে পরে সমস্যা হতে পারে।
পুরোনো ফোন কেনার সময় যে সব বিষয়ে নজর রাখতে হবে তা তুলে ধরা হল—
ফোনের কাগজপত্র আছে কি না দেখুন
যার থেকে ফোনটি কেনা হচ্ছে, তিনিই ফোনটির আসল মালিক কি না তা নিশ্চিত হওয়া জরুরি। অনেক সময় চুরি করা ফোন বিক্রির বিজ্ঞাপনও অনেকে দিয়ে থাকে। এ ধরনের ফোন কিনলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ক্রেতাকে। ফোন কেনার সময় অবশ্যই ফোনটি কেনার রশিদ দেখতে চাইতে হবে। অনেক সময় ভুয়া রশিদও অনেকে বানিয়ে নেন। এ ক্ষেত্রে, বাড়তি সতর্কতা হিসেবে ফোনের আসল বাক্স সঙ্গে আছে কি না দেখে নিবেন। অবশ্যই বাক্সের গায়ে লেখা আইএমইআই নম্বরের সঙ্গে ফোনের আইএমইআই মিলিয়ে নেবেন।
আইএমইআই চেক করুন
ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করা ফোন কেনার পুর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নম্বর জানতে ‘*#০৬#’- এ ডায়াল করুন। ডায়ালের পর পর্দায় ১৫ সংখ্যার একটা নম্বর দেখা যাবে। এটিই মোবাইলের আইএমইআই নম্বর। IMEIdetective.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আইএমইআই নম্বর ইনপুট করলে ফোন সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যাবে।
আইফোন কেনার ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।
নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে: https://checkcoverage.apple.com–এ লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোনসম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।
হার্ডওয়্যার পরীক্ষা করে দেখুন
পুরোনো মোবাইল ফোন কেনার আগে ফোনের হার্ডওয়্যার ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়া জরুরি। ফোনের বহিরাংশে কোনো প্রকারে দাগ, ফাটা ইত্যাদি আছে কিনা তা দেখে নিন। অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে ফোনে দাগ বা ফাটা স্থানের সৃষ্টি হয়। এতে করে ফোনের ভেতরেই সমস্যার সম্ভাবনা থেকে যায়। প্রয়োজনে কোনো ফোন মেরামতের দোকানে গিয়ে ফোন খুলে পরীক্ষা করাতে পারেন।
সুযোগ থাকলে ল্যাপটপের সঙ্গে ইউএসবি কেবল লাগিয়ে তথ্য স্থানান্তর ও চার্জিং এর ক্ষেত্রে সমস্যা আছে কিনা তা ভালো মতো দেখে নেওয়া উচিৎ। এ ছাড়া নেটওয়ার্ক পরীক্ষার পাশাপাশি ব্রাউজিং, অ্যাপ্লিকেশন ডাউনলোড সহ ছবি ও ভিডিও ঠিকমতো কাজ করছে কিনা তা দেখে নেওয়া জরুরি।
অনলাইনে দাম যাচাই করে নিন
বিজ্ঞাপনের সাইট গুলোতে একটু ঘাঁটাঘাঁটি করলেই পুরোনো ফোনের দাম সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এ ছাড়া, ব্র্যান্ডের ওয়েবসাইটে ফোনটির বর্তমান দাম দেখেও পুরনো ফোনের দাম সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। দাম নির্ধারণের ক্ষেত্রে ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে, কি অবস্থায় আছে- এগুলো বিবেচনা করতে হবে।
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা ভালো
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা বুদ্ধিমানের কাজ। এতে করে ফোনে কোনো প্রকারের সমস্যা দেখা গেলেও তা নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টারে মেরামতের সুযোগ থাকে। ফলে, ফোনটি নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসে।
ওয়েবসাইট বা ফেসবুক মার্কেটপ্লেসে পুরোনো ফোন কেনাবেচা বাড়ছে। তবে এ ধরনের ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ফোন কেনার সময় মালিকানা নথিসহ বেশ কিছু বিষয় যাচাই না করলে পরে সমস্যা হতে পারে।
পুরোনো ফোন কেনার সময় যে সব বিষয়ে নজর রাখতে হবে তা তুলে ধরা হল—
ফোনের কাগজপত্র আছে কি না দেখুন
যার থেকে ফোনটি কেনা হচ্ছে, তিনিই ফোনটির আসল মালিক কি না তা নিশ্চিত হওয়া জরুরি। অনেক সময় চুরি করা ফোন বিক্রির বিজ্ঞাপনও অনেকে দিয়ে থাকে। এ ধরনের ফোন কিনলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ক্রেতাকে। ফোন কেনার সময় অবশ্যই ফোনটি কেনার রশিদ দেখতে চাইতে হবে। অনেক সময় ভুয়া রশিদও অনেকে বানিয়ে নেন। এ ক্ষেত্রে, বাড়তি সতর্কতা হিসেবে ফোনের আসল বাক্স সঙ্গে আছে কি না দেখে নিবেন। অবশ্যই বাক্সের গায়ে লেখা আইএমইআই নম্বরের সঙ্গে ফোনের আইএমইআই মিলিয়ে নেবেন।
আইএমইআই চেক করুন
ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করা ফোন কেনার পুর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নম্বর জানতে ‘*#০৬#’- এ ডায়াল করুন। ডায়ালের পর পর্দায় ১৫ সংখ্যার একটা নম্বর দেখা যাবে। এটিই মোবাইলের আইএমইআই নম্বর। IMEIdetective.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আইএমইআই নম্বর ইনপুট করলে ফোন সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যাবে।
আইফোন কেনার ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।
নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে: https://checkcoverage.apple.com–এ লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোনসম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।
হার্ডওয়্যার পরীক্ষা করে দেখুন
পুরোনো মোবাইল ফোন কেনার আগে ফোনের হার্ডওয়্যার ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়া জরুরি। ফোনের বহিরাংশে কোনো প্রকারে দাগ, ফাটা ইত্যাদি আছে কিনা তা দেখে নিন। অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে ফোনে দাগ বা ফাটা স্থানের সৃষ্টি হয়। এতে করে ফোনের ভেতরেই সমস্যার সম্ভাবনা থেকে যায়। প্রয়োজনে কোনো ফোন মেরামতের দোকানে গিয়ে ফোন খুলে পরীক্ষা করাতে পারেন।
সুযোগ থাকলে ল্যাপটপের সঙ্গে ইউএসবি কেবল লাগিয়ে তথ্য স্থানান্তর ও চার্জিং এর ক্ষেত্রে সমস্যা আছে কিনা তা ভালো মতো দেখে নেওয়া উচিৎ। এ ছাড়া নেটওয়ার্ক পরীক্ষার পাশাপাশি ব্রাউজিং, অ্যাপ্লিকেশন ডাউনলোড সহ ছবি ও ভিডিও ঠিকমতো কাজ করছে কিনা তা দেখে নেওয়া জরুরি।
অনলাইনে দাম যাচাই করে নিন
বিজ্ঞাপনের সাইট গুলোতে একটু ঘাঁটাঘাঁটি করলেই পুরোনো ফোনের দাম সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এ ছাড়া, ব্র্যান্ডের ওয়েবসাইটে ফোনটির বর্তমান দাম দেখেও পুরনো ফোনের দাম সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। দাম নির্ধারণের ক্ষেত্রে ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে, কি অবস্থায় আছে- এগুলো বিবেচনা করতে হবে।
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা ভালো
ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা বুদ্ধিমানের কাজ। এতে করে ফোনে কোনো প্রকারের সমস্যা দেখা গেলেও তা নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টারে মেরামতের সুযোগ থাকে। ফলে, ফোনটি নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে