উইন্ডোজে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২১, ২২: ৫৮
আপডেট : ২৬ জুন ২০২১, ১১: ২১

ঢাকা: বাজারে এসেছে উইন্ডোজের নতুন সংস্করণ। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা নতুন সংস্করণ উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমকে বলছেন উইন্ডোজের নতুন যুগের সূচনা। 

আকর্ষণীয় ইন্টারফেসের এই সংস্করণে যুক্ত হয়েছে নতুন কিছু ফিচার। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো উইন্ডোজ ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুযোগ।

মাইক্রোসফট কাজটি করেছে আমাজনের অ্যাপ স্টোরের মাধ্যমে। এই অ্যাপ স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করা যাবে। অপারেটিং সিস্টেমের স্টার্ট মেন্যুতেই পাওয়া যাবে ইনস্টল করা অ্যান্ড্রয়েড অ্যাপ।

আরেকটি গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকছে এক্সবক্স গেম পাস। মাইক্রোসফটের গেম সাবস্ক্রিপশন সার্ভিসটি পাওয়া যাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। মাসিক ফির ভিত্তিতে এই সার্ভিস থেকে বিভিন্ন গেম খেলা যাবে।

এদিকে নতুন সংস্করণের ঘোষণার পর মাইক্রোসফটের শেয়ারদর হু হু করে বাড়ছে। গত বৃহস্পতিবার ঘোষণার পরপরই কোম্পানির বাজারমূল্য এক লাফে দুই ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। অবশ্য মাইক্রোসফটের পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গত দুই বছরে সফটওয়্যার জায়ান্টটির বাজারমূল্য দ্বিগুণ হয়েছে। বিশেষ করে করোনাভাইরাস মহামারির মধ্যে টিমসের মতো যোগাযোগ ও প্রোডাক্টিটিভিটি সফটওয়্যারগুলোর চাহিদা আশাতীতভাবে বেড়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত