প্রযুক্তি ডেস্ক
আর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, বাস্তবেই দেখা মিলবে অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির কন্টাক্ট লেন্সের। এটিকে স্মার্ট লেন্সও বলা হচ্ছে। অনেক দিন ধরেই বিভিন্ন কোম্পানি এবং প্রযুক্তিবিদেরা এমন একটি কন্টাক্ট লেন্স উদ্ভাবন করার চেষ্টা করে যাচ্ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান ‘মোজো ভিশন’ সফলতার দেখা পায়। তারা ২০১৫ সাল থেকে কন্টাক্ট লেন্সটি নিয়ে কাজ করছিল।
বলা হচ্ছে, কন্টাক্ট লেন্সটি দ্রুতই দখল করবে ফোন ডিসপ্লের জায়গা। মানুষকে আর কোনো কিছু দেখা বা খোঁজার জন্য মাথা ঝুঁকে তাকাতে হবে না মোবাইল স্ক্রিনের দিকে। কন্টাক্ট লেন্স ব্যবহারের মাধ্যমে তারা যা চান তা দেখতে পাবেন চোখের সামনেই।
মোজো ভিশনের সিইও ড্রিউ পারকিন্স এ বছরের জুন মাসে প্রথমবারের মতো এই স্মার্ট কন্টাক্ট লেন্সটি পরীক্ষামূলক ব্যবহার করেন। লেন্সটির প্রতি ইঞ্চিতে পিক্সেল অর্থাৎ পিক্সেল ডেনসিটি (পিপিআই) ১৪ হাজার। মাইক্রো এলইডি ডিসপ্লে যুক্ত লেন্সটির ব্যাস মাত্র দশমিক ৫ মিলিমিটার। এটিকেই ক্ষুদ্রতম ডিসপ্লে বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে পিক্সেল ডেনসিটিও সবচেয়ে বেশি—পিক্সেল পিচ মাত্র ১ দশমিক ৮ মাইক্রন।
কন্টাক্ট লেন্সটিকে যেমন ব্যবহার করা যাবে ডিসপ্লে হিসেবে, তেমনি এটিকে অদূর ভবিষ্যতে রোগ নির্ণয়ে এমনকি রোগ নিরাময়েও ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।
অবশ্য লেন্সটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। আর এটির দামও অনেক বেশি হওয়ার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। এ নিয়ে ইনস্টিটিউট অব অক্যুলার মাইক্রো সার্জারির মেডিকেল ডিরেক্টর ড্যানিয়েল অবশ্য মনে করছেন, দাম বেশি হওয়ায় কন্টাক্ট লেন্সটি খুব শিগগিরই সাধারণ মানুষের হাতের নাগালে আসার সম্ভাবনা খুব কম।
আর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, বাস্তবেই দেখা মিলবে অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির কন্টাক্ট লেন্সের। এটিকে স্মার্ট লেন্সও বলা হচ্ছে। অনেক দিন ধরেই বিভিন্ন কোম্পানি এবং প্রযুক্তিবিদেরা এমন একটি কন্টাক্ট লেন্স উদ্ভাবন করার চেষ্টা করে যাচ্ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান ‘মোজো ভিশন’ সফলতার দেখা পায়। তারা ২০১৫ সাল থেকে কন্টাক্ট লেন্সটি নিয়ে কাজ করছিল।
বলা হচ্ছে, কন্টাক্ট লেন্সটি দ্রুতই দখল করবে ফোন ডিসপ্লের জায়গা। মানুষকে আর কোনো কিছু দেখা বা খোঁজার জন্য মাথা ঝুঁকে তাকাতে হবে না মোবাইল স্ক্রিনের দিকে। কন্টাক্ট লেন্স ব্যবহারের মাধ্যমে তারা যা চান তা দেখতে পাবেন চোখের সামনেই।
মোজো ভিশনের সিইও ড্রিউ পারকিন্স এ বছরের জুন মাসে প্রথমবারের মতো এই স্মার্ট কন্টাক্ট লেন্সটি পরীক্ষামূলক ব্যবহার করেন। লেন্সটির প্রতি ইঞ্চিতে পিক্সেল অর্থাৎ পিক্সেল ডেনসিটি (পিপিআই) ১৪ হাজার। মাইক্রো এলইডি ডিসপ্লে যুক্ত লেন্সটির ব্যাস মাত্র দশমিক ৫ মিলিমিটার। এটিকেই ক্ষুদ্রতম ডিসপ্লে বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে পিক্সেল ডেনসিটিও সবচেয়ে বেশি—পিক্সেল পিচ মাত্র ১ দশমিক ৮ মাইক্রন।
কন্টাক্ট লেন্সটিকে যেমন ব্যবহার করা যাবে ডিসপ্লে হিসেবে, তেমনি এটিকে অদূর ভবিষ্যতে রোগ নির্ণয়ে এমনকি রোগ নিরাময়েও ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।
অবশ্য লেন্সটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। আর এটির দামও অনেক বেশি হওয়ার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। এ নিয়ে ইনস্টিটিউট অব অক্যুলার মাইক্রো সার্জারির মেডিকেল ডিরেক্টর ড্যানিয়েল অবশ্য মনে করছেন, দাম বেশি হওয়ায় কন্টাক্ট লেন্সটি খুব শিগগিরই সাধারণ মানুষের হাতের নাগালে আসার সম্ভাবনা খুব কম।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে