অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের মধ্যে ওয়ানপ্লাস ব্র্যান্ডটির জনপ্রিয়তা বাড়ছে। গতকাল চীনের বাজারে ওয়ানপ্লাস এস ২ প্রোর মোড়ক উন্মোচন করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে এই ফোন অনলাইনে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকোমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর। এতে ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট (টিবি) ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনে ৬ দশমিক ৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪৫০ পিপিআই এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও সামনের সেলফি ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত এই ফ্ল্যাগশিপ ফোনটিতে কালারওএস ১৩.১ সংস্করণ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ৫ হাজার এমএএইচ ক্ষমতার যা ১৫০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ওয়ানপ্লাস এস ২ প্রো এর দাম ও রং
ওয়ানপ্লাস এস ২ প্রো এর স্টোরেজের তিনটি ভার্সন পাওয়া যাবে। এর মধ্যে ১২ জিবি ও ২৫৬ ইন্টারনাল স্টোরজের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান। আর ১৬ জিবি ও ৫১২ ইন্টারনাল স্টোরেজ ভার্সন এবং ২৪ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান ও ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
দুই ধরনের রঙে ফোনটি তৈরি হয়েছে - হালকা সবুজ ও ছাই রঙ। চীনে অপ্পোর অনলাইন স্টোরে ২৩ আগস্ট থেকে ফোনটি পাওয়া যাবে।
ওয়ানপ্লাস এস ২ প্রোতে আরও যা আছে
ওয়ানপ্লাস এস ২ প্রো ফোনটিতে ডুয়েল সিম (ন্যানো) সমর্থন করবে। কোম্পানির দাবি অনুসারে, এই ফোনের ডিসপ্লের টাচ বৃষ্টির মধ্যেও কাজ করবে। কারণ এতে রেইন ওয়াটার টাচ টেকনলজি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে বিশেষায়িত টাচ চিপ, নিজস্ব অ্যালগরিদম ও ফুল লিংক টাচ অপটিমাইজেশন থাকায় তুমুল বৃষ্টির মধ্যেও ডিসপ্লেতে কোনো সমস্যা ছাড়াই টাচ কাজ করে।
ছবি ও ভিডিওর জন্য পেছনের ৫০ মেগাপিক্সেল ক্যামেরাতে সনি আইএসএক্স ৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরায় স্যামসাংয়ের এস৫কে৩পি৯ সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির কানেক্টিভিটি অপশনে রয়েছে ৫জি, ৪জি নেটওয়ার্ক, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৩, ডুয়াল ব্যান্ড জিপিএস এনএফসি ও ইউএসবি টাইপ সি। সেন্সর হিসেবে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, এক্সেলেরোমিটার।
লক খোলার জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। দূরবর্তী যন্ত্রপাতি নিয়ন্ত্রণের জন্য ইনফ্রারেড (আইআর) ব্লাস্টার থাকবে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ১৬৩ দশমিক ১, ৭৪ দশমিক ২ ও ৮ দশমিক ৯৮ মিলিমিটার। ফোনটির ওজন ২১০ গ্রাম।
অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের মধ্যে ওয়ানপ্লাস ব্র্যান্ডটির জনপ্রিয়তা বাড়ছে। গতকাল চীনের বাজারে ওয়ানপ্লাস এস ২ প্রোর মোড়ক উন্মোচন করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে এই ফোন অনলাইনে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকোমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর। এতে ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট (টিবি) ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনে ৬ দশমিক ৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪৫০ পিপিআই এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও সামনের সেলফি ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত এই ফ্ল্যাগশিপ ফোনটিতে কালারওএস ১৩.১ সংস্করণ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ৫ হাজার এমএএইচ ক্ষমতার যা ১৫০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ওয়ানপ্লাস এস ২ প্রো এর দাম ও রং
ওয়ানপ্লাস এস ২ প্রো এর স্টোরেজের তিনটি ভার্সন পাওয়া যাবে। এর মধ্যে ১২ জিবি ও ২৫৬ ইন্টারনাল স্টোরজের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান। আর ১৬ জিবি ও ৫১২ ইন্টারনাল স্টোরেজ ভার্সন এবং ২৪ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান ও ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
দুই ধরনের রঙে ফোনটি তৈরি হয়েছে - হালকা সবুজ ও ছাই রঙ। চীনে অপ্পোর অনলাইন স্টোরে ২৩ আগস্ট থেকে ফোনটি পাওয়া যাবে।
ওয়ানপ্লাস এস ২ প্রোতে আরও যা আছে
ওয়ানপ্লাস এস ২ প্রো ফোনটিতে ডুয়েল সিম (ন্যানো) সমর্থন করবে। কোম্পানির দাবি অনুসারে, এই ফোনের ডিসপ্লের টাচ বৃষ্টির মধ্যেও কাজ করবে। কারণ এতে রেইন ওয়াটার টাচ টেকনলজি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে বিশেষায়িত টাচ চিপ, নিজস্ব অ্যালগরিদম ও ফুল লিংক টাচ অপটিমাইজেশন থাকায় তুমুল বৃষ্টির মধ্যেও ডিসপ্লেতে কোনো সমস্যা ছাড়াই টাচ কাজ করে।
ছবি ও ভিডিওর জন্য পেছনের ৫০ মেগাপিক্সেল ক্যামেরাতে সনি আইএসএক্স ৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরায় স্যামসাংয়ের এস৫কে৩পি৯ সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির কানেক্টিভিটি অপশনে রয়েছে ৫জি, ৪জি নেটওয়ার্ক, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৩, ডুয়াল ব্যান্ড জিপিএস এনএফসি ও ইউএসবি টাইপ সি। সেন্সর হিসেবে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, এক্সেলেরোমিটার।
লক খোলার জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। দূরবর্তী যন্ত্রপাতি নিয়ন্ত্রণের জন্য ইনফ্রারেড (আইআর) ব্লাস্টার থাকবে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ১৬৩ দশমিক ১, ৭৪ দশমিক ২ ও ৮ দশমিক ৯৮ মিলিমিটার। ফোনটির ওজন ২১০ গ্রাম।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ ঘণ্টা আগে