প্রযুক্তি ডেস্ক
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে