প্রযুক্তি ডেস্ক
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে