অনলাইন ডেস্ক
আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১৮ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ দিন আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১ দিন আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে