অনলাইন ডেস্ক
শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন শাওমি ১৪ সিভি ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট রয়েছে ও ক্যামেরাতে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর রয়েছে। সেই সঙ্গে অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে।
শাওমির ১৪ সিভির দাম
শাওমির ১৪ সিভি মডেলের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪৭ হাজার ৯৯ রুপি বা ৬৭ হাজার ১৭৬ টাকা। আর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি বা ৬০ হাজার ১৭৮ টাকা।
শাওমি ১৪ ক্যামেরার সুবিধা
শাওমি ১৪ একটি ফোনেই সব ধরনের সুবিধা দেওয়া চেষ্টা করেছে কোম্পানিটি। এতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফলে এতে মাল্টিটাস্কিংয়ে কোনো অসুবিধা হবে না।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার লেন্স হিসেবে লাইকা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে দুটি স্টাইলে ছবি তোলা যাবে—লাইকা অথেনটিক ও লাইকা ভাইব্রেন্ট। উজ্জ্বল রঙের ছবি তোলার জন্য লাইকা ভাইব্রেন্ট স্টাইলে ছবি তুলতে হবে।
খুব কমসংখ্যক ফোনে দুটি সেলফি ক্যামেরা থাকে। শাওমির এই ফোনে ডুয়েল ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি তোলা যাবে।
ফোনটির গড়ন খুবই চিকন ও হালকা। তবে এর ডিসপ্লে অনেক ভালো। এর উজ্জ্বলতার ক্ষমতা হলো তিন হাজার নিটস। ফোনটির ডিসপ্লেতে সব ধরনের মিডিয়া দেখতে ভালো লাগবে। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। তবে পরবর্তী সফটওয়্যারগুলো আপডেট হবে। এতে ৪৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকার কারণে ফোনটি খুবই দ্রুত চার্জ হবে।
ফোনটিতে পাবজি ও কল অব ডিউটির মতো বড় গেমগুলো অনায়াসে খেলা যাবে।
ফোনটির অসুবিধা
অনেকে প্রযুক্তি বিশ্লেষকের মতে, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে না। কারণ, এতে শক্তিশালী প্রসেসর ও রিফ্রেশ রেট বেশি রয়েছে। ফোনটিতে কোনো মেমোরি কার্ড বা মাইক্রোএসডি কার্ড স্লট নেই। তাই এর স্টোরেজ বাড়ানো যাবে না। যারা ফোনের মধ্যে অনেক ছবি, ভিডিও ও ফাইল জমা রাখেন—তাঁরা এ জন্য সমস্যার সম্মুখীন হতে পারে।
আর ফোনটির ব্যাক প্যানেল বা পেছনের অংশ কাচের। তাই এটি সাবধানে ধরে রাখতে হবে। কারণ, এটি কাচ কিছুটা পিচ্ছিল হয়।
শাওমি ১৪ সিভির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ডুয়েল ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫জি।
ওজন: ১৭৭ গ্রাম।
পুরুত্ব: ৭ দশমিক ৪ এমএম।
সিম: ডুয়েল সিম।
ডিসপ্লে: ৬ দশমিক ৫৫ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে, এইচডিআর ১০ +।
প্রোটেকশন: কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ।
ব্রাইটনেস: ৩০০০ নিটস।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩।
সিপিইউ: অক্টা কোর।
জিপিইউ: অ্যাডরেনো ৭৩৫।
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
ব্লুটুথ: ৫.৪।
এনএফসি: আছে।
ইনফারেড পোর্ট: আছে।
ইউএসবি: ইউএসবি সি।
ব্যাটারি: ৪৭০০ এমএএইচ।
চার্জিং: ৬৭ ওয়াট।
রঙ: সবুজ, নীল ও কালো।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন শাওমি ১৪ সিভি ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট রয়েছে ও ক্যামেরাতে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর রয়েছে। সেই সঙ্গে অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে।
শাওমির ১৪ সিভির দাম
শাওমির ১৪ সিভি মডেলের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪৭ হাজার ৯৯ রুপি বা ৬৭ হাজার ১৭৬ টাকা। আর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি বা ৬০ হাজার ১৭৮ টাকা।
শাওমি ১৪ ক্যামেরার সুবিধা
শাওমি ১৪ একটি ফোনেই সব ধরনের সুবিধা দেওয়া চেষ্টা করেছে কোম্পানিটি। এতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফলে এতে মাল্টিটাস্কিংয়ে কোনো অসুবিধা হবে না।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার লেন্স হিসেবে লাইকা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে দুটি স্টাইলে ছবি তোলা যাবে—লাইকা অথেনটিক ও লাইকা ভাইব্রেন্ট। উজ্জ্বল রঙের ছবি তোলার জন্য লাইকা ভাইব্রেন্ট স্টাইলে ছবি তুলতে হবে।
খুব কমসংখ্যক ফোনে দুটি সেলফি ক্যামেরা থাকে। শাওমির এই ফোনে ডুয়েল ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি তোলা যাবে।
ফোনটির গড়ন খুবই চিকন ও হালকা। তবে এর ডিসপ্লে অনেক ভালো। এর উজ্জ্বলতার ক্ষমতা হলো তিন হাজার নিটস। ফোনটির ডিসপ্লেতে সব ধরনের মিডিয়া দেখতে ভালো লাগবে। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। তবে পরবর্তী সফটওয়্যারগুলো আপডেট হবে। এতে ৪৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকার কারণে ফোনটি খুবই দ্রুত চার্জ হবে।
ফোনটিতে পাবজি ও কল অব ডিউটির মতো বড় গেমগুলো অনায়াসে খেলা যাবে।
ফোনটির অসুবিধা
অনেকে প্রযুক্তি বিশ্লেষকের মতে, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে না। কারণ, এতে শক্তিশালী প্রসেসর ও রিফ্রেশ রেট বেশি রয়েছে। ফোনটিতে কোনো মেমোরি কার্ড বা মাইক্রোএসডি কার্ড স্লট নেই। তাই এর স্টোরেজ বাড়ানো যাবে না। যারা ফোনের মধ্যে অনেক ছবি, ভিডিও ও ফাইল জমা রাখেন—তাঁরা এ জন্য সমস্যার সম্মুখীন হতে পারে।
আর ফোনটির ব্যাক প্যানেল বা পেছনের অংশ কাচের। তাই এটি সাবধানে ধরে রাখতে হবে। কারণ, এটি কাচ কিছুটা পিচ্ছিল হয়।
শাওমি ১৪ সিভির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ডুয়েল ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫জি।
ওজন: ১৭৭ গ্রাম।
পুরুত্ব: ৭ দশমিক ৪ এমএম।
সিম: ডুয়েল সিম।
ডিসপ্লে: ৬ দশমিক ৫৫ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে, এইচডিআর ১০ +।
প্রোটেকশন: কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ।
ব্রাইটনেস: ৩০০০ নিটস।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩।
সিপিইউ: অক্টা কোর।
জিপিইউ: অ্যাডরেনো ৭৩৫।
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
ব্লুটুথ: ৫.৪।
এনএফসি: আছে।
ইনফারেড পোর্ট: আছে।
ইউএসবি: ইউএসবি সি।
ব্যাটারি: ৪৭০০ এমএএইচ।
চার্জিং: ৬৭ ওয়াট।
রঙ: সবুজ, নীল ও কালো।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৩ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৫ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৫ ঘণ্টা আগে