অনলাইন ডেস্ক
পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ উন্মোচন করেছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলার, পোর্ট্রেট ও বিয়ের ছবি তোলা যাবে। ফটো জার্নালিজমসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে ৫০ দশমিক ১ মেগাপিক্সেলের এক্সমর আরএস সিএমওএস সেন্সর রয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ব্ল্যাকআউট-মুক্ত (কালো স্ক্রিন ছাড়াই) ক্রমাগত ছবি তুলতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে ছবির মূল বিষয়টি সনাক্ত করতে পারে ক্যামেরাটি। এছাড়া ক্যামেরাটিতে উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (৮ দশমিক ৫ স্টপ পর্যন্ত) ক্ষমতা রয়েছে।
ক্যামেরাটিতে একটি ‘প্রি-ক্যাপচার’ ফিচার রয়েছে যা শাটার বাটনে চাপ দেওয়ার এক সেকেন্ড আগে পর্যন্ত ছবি রেকর্ড করতে সক্ষম এবং এটি ৮কে ৩০পি এবং ৪কে ১২০ পিভিডিও রেকর্ডিং সমর্থন করে।
উন্নত স্ট্যাবিলাইজেশন মোড এবং ক্যামেরাটি এলইউটি ফাইল সর্মথন করবে।
সনির নতুন ক্যামেরাটিতে ৩ দশমিক ২ ইঞ্চি ৪-এক্সিস মাল্টি-এঙ্গেল এলসিডি স্ক্রিন হয়েছে। ক্যামেরায় আরও ভালো গ্রিপ পাওয়া যাবে এবং কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এছাড়া ২ দশমিক ৫ জিবেস–টি ল্যান ও ৫জি কানেক্টিভিটর মাধ্যমে ছবি সহজেই স্থানান্তর করা যাবে। এর পাশাপাশি সনির ক্রিয়েটর ক্লাউড এর মাধ্যমে অ্যাডোবি লাইটরুম ও গুগল ড্রাইভের সঙ্গে ইন্টিগ্রেশন সম্ভব।
সনির নতুন ক্যামেরার বিশেষ ফিচার হলো—‘ক্যামেরা অথেনটিসিটি সলিউশন’। এটি এআই ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রে ছবির সঙ্গে মেটাডেটা যুক্ত করে। ফিচারটি ভবিষ্যতে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এবার সনি প্লাস্টিক মুক্ত প্যাকেজিং ব্যবহার করছে। প্যাকেজিংটি বাঁশ, আঁখ এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি।
২০২৪ সালের ডিসেম্বরে ‘আলফা ১ II’ উন্মোচন হবে। এর মূল্য ৬ হাজার ৪৯৯ ডলার। এর সঙ্গে ডুয়েল ব্যাটারি চার্জার ও ডিপ–টাইপ আইপিস ক্যাপ অ্যাক্সেসরিজ থাকবে।
ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। ক্যামেরাটি পেশাদারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।
পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ উন্মোচন করেছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলার, পোর্ট্রেট ও বিয়ের ছবি তোলা যাবে। ফটো জার্নালিজমসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে ৫০ দশমিক ১ মেগাপিক্সেলের এক্সমর আরএস সিএমওএস সেন্সর রয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ব্ল্যাকআউট-মুক্ত (কালো স্ক্রিন ছাড়াই) ক্রমাগত ছবি তুলতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে ছবির মূল বিষয়টি সনাক্ত করতে পারে ক্যামেরাটি। এছাড়া ক্যামেরাটিতে উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (৮ দশমিক ৫ স্টপ পর্যন্ত) ক্ষমতা রয়েছে।
ক্যামেরাটিতে একটি ‘প্রি-ক্যাপচার’ ফিচার রয়েছে যা শাটার বাটনে চাপ দেওয়ার এক সেকেন্ড আগে পর্যন্ত ছবি রেকর্ড করতে সক্ষম এবং এটি ৮কে ৩০পি এবং ৪কে ১২০ পিভিডিও রেকর্ডিং সমর্থন করে।
উন্নত স্ট্যাবিলাইজেশন মোড এবং ক্যামেরাটি এলইউটি ফাইল সর্মথন করবে।
সনির নতুন ক্যামেরাটিতে ৩ দশমিক ২ ইঞ্চি ৪-এক্সিস মাল্টি-এঙ্গেল এলসিডি স্ক্রিন হয়েছে। ক্যামেরায় আরও ভালো গ্রিপ পাওয়া যাবে এবং কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এছাড়া ২ দশমিক ৫ জিবেস–টি ল্যান ও ৫জি কানেক্টিভিটর মাধ্যমে ছবি সহজেই স্থানান্তর করা যাবে। এর পাশাপাশি সনির ক্রিয়েটর ক্লাউড এর মাধ্যমে অ্যাডোবি লাইটরুম ও গুগল ড্রাইভের সঙ্গে ইন্টিগ্রেশন সম্ভব।
সনির নতুন ক্যামেরার বিশেষ ফিচার হলো—‘ক্যামেরা অথেনটিসিটি সলিউশন’। এটি এআই ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রে ছবির সঙ্গে মেটাডেটা যুক্ত করে। ফিচারটি ভবিষ্যতে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এবার সনি প্লাস্টিক মুক্ত প্যাকেজিং ব্যবহার করছে। প্যাকেজিংটি বাঁশ, আঁখ এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি।
২০২৪ সালের ডিসেম্বরে ‘আলফা ১ II’ উন্মোচন হবে। এর মূল্য ৬ হাজার ৪৯৯ ডলার। এর সঙ্গে ডুয়েল ব্যাটারি চার্জার ও ডিপ–টাইপ আইপিস ক্যাপ অ্যাক্সেসরিজ থাকবে।
ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। ক্যামেরাটি পেশাদারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।
আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১. ১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ডিভাইসের নিরাপত্তা বিষয়ক ত্রুটি সারাতে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। আইফোনের সকল ব্যবহারকারীরকে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে এই আপডেটের মাধ্যমে আইফোনে নতুন কোন ফিচার যুক্ত হবে না।
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের ২০ মিলিয়ন ডলার অনুদান দেবে গুগল। সেই সঙ্গে ২০ লাখ ডলার মূল্যের ক্লাউড সেবাও বরাদ্দ করবে টেক জায়ান্টটি। গত সোমবার এই উদ্যোগের ঘোষণা দেন গুগল ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইউ ডেমিস হাসাবিস।
৫ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে...
৮ ঘণ্টা আগেআমাজনের মালিকানাধীন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের বিরুদ্ধে মামলা দায়ের করল ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। মামলার অভিযোগে বলা হয়, এক্সে বিজ্ঞাপন বর্জনের জন্য টুইচসহ অন্যান্য কোম্পানিগুলো অবৈধভাবে ষড়যন্ত্র করছে...
৯ ঘণ্টা আগে