অনলাইন ডেস্ক
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
ফেসবুক রিলসে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করা একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার। বিশেষত, যাঁদের শোনা বা বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তাঁদের জন্য এটি দারুণভাবে সাহায্য করে। তবে এক্ষেত্রে ভিডিওতে সাউন্ডগুলো স্পষ্টভাবে ধারণ হতে হবে।
স্বয়ংক্রিয় ক্যাপশনের মাধ্যমে ভিডিওর মধ্যে বলা কথাগুলো পাঠ্য আকারে স্ক্রিনে দেখানো যায়। খুব সহজেই ভিডিওতে ক্যাপশন যুক্ত করা যায়।
ফেসবুকে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিলস’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিলস তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিলস তৈরির জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এবার রিলসে ক্যাপশন যুক্ত করার জন্য ডান পাশে থাকা ‘সিসি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিতে সময় নেবে। ক্যাপশন তৈরি হলে তা এডিটও করা যাবে।
৭. এ জন্য এডিট ক্যাপশন বাটনে ট্যাপ করুন। এখন যে শব্দটি পরিবর্তন করতে চান, তার ওপর ট্যাপ করুন। এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ভিডিওটি শেয়ারের জন্য প্রথমে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘শেয়ার নাও’ বাটনে ট্যাপ করুন।
আরও খবর পড়ুন:
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
ফেসবুক রিলসে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করা একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার। বিশেষত, যাঁদের শোনা বা বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তাঁদের জন্য এটি দারুণভাবে সাহায্য করে। তবে এক্ষেত্রে ভিডিওতে সাউন্ডগুলো স্পষ্টভাবে ধারণ হতে হবে।
স্বয়ংক্রিয় ক্যাপশনের মাধ্যমে ভিডিওর মধ্যে বলা কথাগুলো পাঠ্য আকারে স্ক্রিনে দেখানো যায়। খুব সহজেই ভিডিওতে ক্যাপশন যুক্ত করা যায়।
ফেসবুকে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিলস’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিলস তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিলস তৈরির জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এবার রিলসে ক্যাপশন যুক্ত করার জন্য ডান পাশে থাকা ‘সিসি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিতে সময় নেবে। ক্যাপশন তৈরি হলে তা এডিটও করা যাবে।
৭. এ জন্য এডিট ক্যাপশন বাটনে ট্যাপ করুন। এখন যে শব্দটি পরিবর্তন করতে চান, তার ওপর ট্যাপ করুন। এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ভিডিওটি শেয়ারের জন্য প্রথমে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘শেয়ার নাও’ বাটনে ট্যাপ করুন।
আরও খবর পড়ুন:
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
৩৬ মিনিট আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
১ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
৪ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
৫ ঘণ্টা আগে