নতুন বছরে নতুন সুবিধা টুইটারে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৯: ৩১
Thumbnail image

নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর পাশাপাশি ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন। 

নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারে নেভিগেশন সুবিধা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই টুইটারের সুপারিশ করা ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস এবং বিভিন্ন বিষয় দেখতে পারবেন। পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।

সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।

এ ছাড়া গত মাসেই ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত