প্রযুক্তি ডেস্ক
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে