প্রযুক্তি ডেস্ক
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে