নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল ইন্টারনেটে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তবে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলেছে ফেসবুক ও আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর মাধ্যমগুলো সচল হতে শুরু করে।
এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবিতে গণমিছিল কর্মসূচি শুরু হওয়ার আগে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করা হয়। পাশাপাশি রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ১৮ জুলাই ব্রডব্যান্ডও বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৬ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই ছিল। গত ৩১ জুলাই বিকেলের পর সেগুলোও খুলে দেওয়া হয়।
আন্দোলনকে ঘিরে বারবার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার, বিটিআরসি, এনটিএমসি বা অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১–এর কোন বিধান বলে, বা সাংবিধানিক কোন অধিকার বলে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে? সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
মোবাইল ইন্টারনেটে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তবে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলেছে ফেসবুক ও আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর মাধ্যমগুলো সচল হতে শুরু করে।
এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবিতে গণমিছিল কর্মসূচি শুরু হওয়ার আগে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করা হয়। পাশাপাশি রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ১৮ জুলাই ব্রডব্যান্ডও বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৬ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই ছিল। গত ৩১ জুলাই বিকেলের পর সেগুলোও খুলে দেওয়া হয়।
আন্দোলনকে ঘিরে বারবার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার, বিটিআরসি, এনটিএমসি বা অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১–এর কোন বিধান বলে, বা সাংবিধানিক কোন অধিকার বলে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে? সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৬ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৯ ঘণ্টা আগে