শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ওঠা রোগকে বলে সোরিয়াসিস। এটি একধরনের চর্মরোগ। মাথা, জিব, পুরুষ জননাঙ্গের অগ্র ত্বক, অণ্ডকোষের থলে, পিঠের ওপরের অংশ থেকে নিচের অংশ, ঘাড়, হাতের কনুই, আঙুল, তালু, পিঠ, নখ ও তার আশপাশে, পায়ের তালু, হাঁটু, হাত-পায়ের জয়েন্টে এটি বেশি দেখা যায়।