অনলাইন ডেস্ক
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে