অনলাইন ডেস্ক
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে একটা গরম শিঙাড়া অথবা সামোসার জুড়ি নেই। আর শিঙাড়া-সামোসা মানেই যেন আলু, পেঁয়াজ আর মরিচের সংমিশ্রণে চিরাচরিত স্বাদ। তবে সেই স্বাদে বদল আনতে একেবারে ভিন্ন উপকরণ বেছে নিয়েছেন দিল্লির এক খাদ্য বিক্রেতা।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মিষ্টি স্বাদের গোলাপি ও নীল রঙের এক বিশেষ ধরনের ‘সামোসা’ পাওয়া যাচ্ছে দিল্লির একটি রেস্তোরাঁতে। আর তা তৈরিতে বিক্রেতা ব্যবহার করছেন স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফল। গোলাপি সামোসা তৈরি হচ্ছে স্ট্রবেরির জ্যাম দিয়ে। আর ব্লুবেরির জ্যাম দিয়ে তৈরি হচ্ছে নীল সামোসাটি।
গোলাপি আর নীল রঙের বাহারী এই সামোসা একেবারে শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিল্লির এক খাদ্য বিক্রেতা ভিন্ন স্বাদের এমন সামোসার উদ্যোক্তা।
দিল্লির এই দোকানটির নাম ‘সামোসা হাব’। স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক ফুড ব্লগার। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা যতই ভিন্ন ধরনের সামোসা খাই না কেন, এটি একেবারে অন্যরকম। তবে স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা মিষ্টান্নের কাজ করে।’
শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। বয়ে গেছে কমেন্টের বন্যা। কেউ এমন অদ্ভুত সামোসা দেখে খুশি হয়েছেন কেউ আবার রেগে গিয়েছেন।
একজন নেটিজেন লিখেছেন, ‘সামোসা খুবই আবেগের জিনিস। সামোসা নিয়ে এই সব চলবে না।’ আবেগের বসে একজন তো বিচার চেয়ে বসেছেন বিক্রেতার!
তবে পছন্দও করেছেন অনেক। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আহ অবশ্যই এটি খাওয়ার জন্য অপেক্ষা করছি’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘কিছু অনন্য’। আরেকজন লিখেছেন, ‘এটি বেশ আশ্চর্যজনক’।
দিল্লির ওই দোকানটি নানা ধরনের ফিউশন খাবারের জন্যই বিখ্যাত। নতুন স্বাদের স্ট্রবেরি-ব্লুবেরির সামোসার খবর চাউর হতেই বিভিন্ন বয়সের মানুষ এসে ভিড় জমাচ্ছেন দোকানে।
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে একটা গরম শিঙাড়া অথবা সামোসার জুড়ি নেই। আর শিঙাড়া-সামোসা মানেই যেন আলু, পেঁয়াজ আর মরিচের সংমিশ্রণে চিরাচরিত স্বাদ। তবে সেই স্বাদে বদল আনতে একেবারে ভিন্ন উপকরণ বেছে নিয়েছেন দিল্লির এক খাদ্য বিক্রেতা।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মিষ্টি স্বাদের গোলাপি ও নীল রঙের এক বিশেষ ধরনের ‘সামোসা’ পাওয়া যাচ্ছে দিল্লির একটি রেস্তোরাঁতে। আর তা তৈরিতে বিক্রেতা ব্যবহার করছেন স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফল। গোলাপি সামোসা তৈরি হচ্ছে স্ট্রবেরির জ্যাম দিয়ে। আর ব্লুবেরির জ্যাম দিয়ে তৈরি হচ্ছে নীল সামোসাটি।
গোলাপি আর নীল রঙের বাহারী এই সামোসা একেবারে শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিল্লির এক খাদ্য বিক্রেতা ভিন্ন স্বাদের এমন সামোসার উদ্যোক্তা।
দিল্লির এই দোকানটির নাম ‘সামোসা হাব’। স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক ফুড ব্লগার। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা যতই ভিন্ন ধরনের সামোসা খাই না কেন, এটি একেবারে অন্যরকম। তবে স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা মিষ্টান্নের কাজ করে।’
শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। বয়ে গেছে কমেন্টের বন্যা। কেউ এমন অদ্ভুত সামোসা দেখে খুশি হয়েছেন কেউ আবার রেগে গিয়েছেন।
একজন নেটিজেন লিখেছেন, ‘সামোসা খুবই আবেগের জিনিস। সামোসা নিয়ে এই সব চলবে না।’ আবেগের বসে একজন তো বিচার চেয়ে বসেছেন বিক্রেতার!
তবে পছন্দও করেছেন অনেক। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আহ অবশ্যই এটি খাওয়ার জন্য অপেক্ষা করছি’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘কিছু অনন্য’। আরেকজন লিখেছেন, ‘এটি বেশ আশ্চর্যজনক’।
দিল্লির ওই দোকানটি নানা ধরনের ফিউশন খাবারের জন্যই বিখ্যাত। নতুন স্বাদের স্ট্রবেরি-ব্লুবেরির সামোসার খবর চাউর হতেই বিভিন্ন বয়সের মানুষ এসে ভিড় জমাচ্ছেন দোকানে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে