অনলাইন ডেস্ক
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জল্পনা-কল্পনা চলছে গত কয়েক দশক ধরেই। প্রথম দুই বিশ্বযুদ্ধের বিপুল ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো মুছে যায়নি পৃথিবী থেকে। এর মধ্যে বিশ্বজুড়ে তৃতীয় আরেকটি যুদ্ধের ধারণা একটি আতঙ্কজনক বিষয়। ইতিপূর্বে নস্ত্রাদামুস থেকে শুরু করে বাবা ভাঙ্গা, অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সেই আশঙ্কা এখনো অনিশ্চিত।
এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আরও একটি ভবিষ্যদ্বাণীর খবর দিয়েছে এনডিটিভি। ভারতীয় জ্যোতিষী কুশল কুমার এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জানা গেছে, ‘মিডিয়াম’ প্ল্যাটফর্মে পোস্ট করা ওই ভবিষ্যদ্বাণীটি পরে লিংকডিনেও শেয়ার করেছেন কুশল কুমার। আতঙ্কের বিষয় হলো—কুশল দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই!
লিংকডিন প্রোফাইল অনুযায়ী, কুশল কুমার এক বৈদিক জ্যোতিষী। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে তিনি ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দেন।
মিডিয়াম পোস্টে কুশল দাবি করেছেন, সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার ঘটনাসহ বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সংঘাতময় পরিস্থিতি ২০২৪ সালেই একটি বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, ইতিপূর্বে তিনি ৮ মের মধ্যে দুই কোরিয়া, চীন-তাইওয়ান, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জড়িয়ে পড়া এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর ক্রোধ চূড়ান্ত সীমায় পৌঁছাবে বলে দাবি করেছিলেন।
তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশ বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হবে বলেও দাবি করেছেন কুশল। তিনি জানান, পরিস্থিতি এমন হবে যে কিছু দেশের শাসনক্ষমতায় থাকা কিছু ব্যক্তি উদ্বেগজনক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হবেন। কেউ কেউ গুরুতর অসুস্থ বা পদত্যাগ করতে পারেন। রাজনৈতিক দৃশ্যপটে নতুন উত্থানের মতো ঘটনাগুলোকেও উড়িয়ে দেওয়া যায় না। কিছু দেশের নিয়ন্ত্রণ নিতে পারে সেনাবাহিনী।
তিনি জানান, গ্রহের অবস্থান আগামী ১৮ জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এই দিনটিতে বাংলাদেশসহ পৃথিবীর আরও কয়েকটি দেশে মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে ১০ এবং ২৯ জুন—এই দুটি দিনেও যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে।
হরিয়ানাভিত্তিক জ্যোতিষী কুশলের এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বযুদ্ধ নিয়ে কুশল ভবিষ্যদ্বাণীটা এমন একসময় দিলেন, যার কয়েক দিন আগেই যুক্তরাজ্যের কর্মকর্তারা যুদ্ধের সময় নাগরিকদের কী কী মজুত করতে হবে, তার পরামর্শ দেওয়ার জন্য একটি ওয়েবসাইট চালু করেছে।
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জল্পনা-কল্পনা চলছে গত কয়েক দশক ধরেই। প্রথম দুই বিশ্বযুদ্ধের বিপুল ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো মুছে যায়নি পৃথিবী থেকে। এর মধ্যে বিশ্বজুড়ে তৃতীয় আরেকটি যুদ্ধের ধারণা একটি আতঙ্কজনক বিষয়। ইতিপূর্বে নস্ত্রাদামুস থেকে শুরু করে বাবা ভাঙ্গা, অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সেই আশঙ্কা এখনো অনিশ্চিত।
এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আরও একটি ভবিষ্যদ্বাণীর খবর দিয়েছে এনডিটিভি। ভারতীয় জ্যোতিষী কুশল কুমার এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জানা গেছে, ‘মিডিয়াম’ প্ল্যাটফর্মে পোস্ট করা ওই ভবিষ্যদ্বাণীটি পরে লিংকডিনেও শেয়ার করেছেন কুশল কুমার। আতঙ্কের বিষয় হলো—কুশল দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই!
লিংকডিন প্রোফাইল অনুযায়ী, কুশল কুমার এক বৈদিক জ্যোতিষী। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে তিনি ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দেন।
মিডিয়াম পোস্টে কুশল দাবি করেছেন, সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার ঘটনাসহ বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সংঘাতময় পরিস্থিতি ২০২৪ সালেই একটি বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, ইতিপূর্বে তিনি ৮ মের মধ্যে দুই কোরিয়া, চীন-তাইওয়ান, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জড়িয়ে পড়া এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর ক্রোধ চূড়ান্ত সীমায় পৌঁছাবে বলে দাবি করেছিলেন।
তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশ বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হবে বলেও দাবি করেছেন কুশল। তিনি জানান, পরিস্থিতি এমন হবে যে কিছু দেশের শাসনক্ষমতায় থাকা কিছু ব্যক্তি উদ্বেগজনক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হবেন। কেউ কেউ গুরুতর অসুস্থ বা পদত্যাগ করতে পারেন। রাজনৈতিক দৃশ্যপটে নতুন উত্থানের মতো ঘটনাগুলোকেও উড়িয়ে দেওয়া যায় না। কিছু দেশের নিয়ন্ত্রণ নিতে পারে সেনাবাহিনী।
তিনি জানান, গ্রহের অবস্থান আগামী ১৮ জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এই দিনটিতে বাংলাদেশসহ পৃথিবীর আরও কয়েকটি দেশে মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে ১০ এবং ২৯ জুন—এই দুটি দিনেও যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে।
হরিয়ানাভিত্তিক জ্যোতিষী কুশলের এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বযুদ্ধ নিয়ে কুশল ভবিষ্যদ্বাণীটা এমন একসময় দিলেন, যার কয়েক দিন আগেই যুক্তরাজ্যের কর্মকর্তারা যুদ্ধের সময় নাগরিকদের কী কী মজুত করতে হবে, তার পরামর্শ দেওয়ার জন্য একটি ওয়েবসাইট চালু করেছে।
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটিকে যারা দেখেছেন তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
৪ ঘণ্টা আগেমার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
২ দিন আগে২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
৩ দিন আগেপৃথিবীতে এমন কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো দেখলে ওই সময় মানব নির্মিত কোনো স্থাপনা বলে বিশ্বাস করা কঠিন! কারণ, এসব স্থাপনার নির্মাণশৈলী একই সঙ্গে জটিল ও বিশাল।
৮ দিন আগে