অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
নিরাপত্তা সংস্থা এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বড়দিনের পরের দিন নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের কন্ট্রোল রুমে একাধিক প্যানিক অ্যালার্ম সিগন্যাল বা বিপৎসংকেত পাওয়া যায়।
‘ধারণা করা হয়েছিল যে গ্রাহক হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ওই বাড়িতে পাঠানো হয়,’ পোস্টটিতে বলা হয়, ‘প্রথম দলটি পৌঁছানোর পর, গ্রাহক জানান যে একটি বানর তাদের বাড়িতে ঢুকে একটি রিমোট নিয়ে গেছে, যেখানে প্যানিক বাটন ছিল। আর বানরটা ওটা টিপে দিয়েছে।’
বানরটি রিমোট নিয়ে পালিয়ে যায়, আর কোম্পানি ক্রমাগত প্যানিক সিগন্যাল পেতে থাকে যতক্ষণ না বানরটি রিসিভারের রেঞ্জের বাইরে চলে যায়।
পোস্টে আরও লেখা হয়, ‘অসাধারণ এক ঘটনায়, গ্রাহক নিরাপত্তাকর্মীদের বানরটিকে ধরতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ বানরটিকে তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।’
দক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
নিরাপত্তা সংস্থা এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বড়দিনের পরের দিন নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের কন্ট্রোল রুমে একাধিক প্যানিক অ্যালার্ম সিগন্যাল বা বিপৎসংকেত পাওয়া যায়।
‘ধারণা করা হয়েছিল যে গ্রাহক হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ওই বাড়িতে পাঠানো হয়,’ পোস্টটিতে বলা হয়, ‘প্রথম দলটি পৌঁছানোর পর, গ্রাহক জানান যে একটি বানর তাদের বাড়িতে ঢুকে একটি রিমোট নিয়ে গেছে, যেখানে প্যানিক বাটন ছিল। আর বানরটা ওটা টিপে দিয়েছে।’
বানরটি রিমোট নিয়ে পালিয়ে যায়, আর কোম্পানি ক্রমাগত প্যানিক সিগন্যাল পেতে থাকে যতক্ষণ না বানরটি রিসিভারের রেঞ্জের বাইরে চলে যায়।
পোস্টে আরও লেখা হয়, ‘অসাধারণ এক ঘটনায়, গ্রাহক নিরাপত্তাকর্মীদের বানরটিকে ধরতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ বানরটিকে তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।’
মাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
১৭ দিন আগেএকটি ডিমের দাম কত হতে পারে? আপনি নিশ্চয় আশা করবেন না ৩০ হাজার টাকা। কিন্তু সত্যি ১৫০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিকিয়েছে একটি ডিম। কিন্তু কেন?
১৯ দিন আগেএক দিনে ১০১ জন পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটিয়েছেন ওনলি ফ্যানস সেলিব্রেটি লিলি ফিলিপস। এই কাণ্ডের পর তিনি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এক দিনে ১ হাজার পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তী বিশ্ব রেকর্ড গড়বেন বলে ঘোষণা দিয়েছেন। সেলিব্রেটি, তরুণী, নারী, পুরুষ, বিশ্ব রেকর্ড, ডকুমেন্টারি, ঘোষণা
২২ দিন আগেছোটবেলায় রাজা-রানির গল্পে প্রাসাদের গোপন কুঠুরির খোঁজ পেলে সেখানে লুকিয়ে থাকার ইচ্ছে জাগেনি এমন খুব কম মানুষই আছে। আবার কখনো মনে হতো, কোনো সুড়ঙ্গ পথের দেখা পেলে সেখান দিয়ে অন্য কোনো দেশে চলে যাওয়া যেত যদি! তেমনই এক পথের খোঁজ মিলেছে স্কটল্যান্ডে।
১০ ডিসেম্বর ২০২৪