অনলাইন ডেস্ক
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে রসবোধসম্পন্ন পোস্টের জন্য সমাদৃত। সবশেষ শুক্রবার (১৯ আগস্ট) একটি অদ্ভুত গেটের ভিডিও শেয়ার করে বাহবা কুড়াচ্ছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাড়ি থেকে একটি গাড়ির গেট দিয়ে বের হচ্ছেন। শুনতে যতটা স্বাভাবিক শোনাচ্ছে, ঠিক ততটা নয়। কারণ গাড়িটি গেটের সঙ্গে এমনভাবে যুক্ত করা যে প্রথম দেখায় অনেকেই দ্বিধায় পড়বেন। ভাববেন, গাড়ি থেকে, নাকি বাড়ি থেকে বের হচ্ছেন!
তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, একটি গাড়ির বডি এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে সদর দরজা খোলা ও বন্ধের সময় গাড়ির চাকা গেটটিকে স্লাইড করতে পারে।
আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করে একটু অন্যরকম ক্যাপশন জুড়ে দিয়েছেন। অনেকটা নৈর্ব্যক্তিক আকারে লিখেছেন এই ব্যক্তি: ১) একজন গাড়িপ্রেমী? ২) একজন অন্তর্মুখী, যিনি চান না কেউ তাঁর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করুক? ৩) একজন রসবোধসম্পন্ন ও উদ্ভাবনী ব্যক্তি? ৪) ওপরের সবগুলো?
টুইটারে পোস্ট করার পর দারুণ সাড়া পড়েছে। কয়েক ঘণ্টায় কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে ভিন্নরকমের মন্তব্যও করেছেন অনেক। অনেকে এমন ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে রসবোধসম্পন্ন পোস্টের জন্য সমাদৃত। সবশেষ শুক্রবার (১৯ আগস্ট) একটি অদ্ভুত গেটের ভিডিও শেয়ার করে বাহবা কুড়াচ্ছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাড়ি থেকে একটি গাড়ির গেট দিয়ে বের হচ্ছেন। শুনতে যতটা স্বাভাবিক শোনাচ্ছে, ঠিক ততটা নয়। কারণ গাড়িটি গেটের সঙ্গে এমনভাবে যুক্ত করা যে প্রথম দেখায় অনেকেই দ্বিধায় পড়বেন। ভাববেন, গাড়ি থেকে, নাকি বাড়ি থেকে বের হচ্ছেন!
তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, একটি গাড়ির বডি এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে সদর দরজা খোলা ও বন্ধের সময় গাড়ির চাকা গেটটিকে স্লাইড করতে পারে।
আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করে একটু অন্যরকম ক্যাপশন জুড়ে দিয়েছেন। অনেকটা নৈর্ব্যক্তিক আকারে লিখেছেন এই ব্যক্তি: ১) একজন গাড়িপ্রেমী? ২) একজন অন্তর্মুখী, যিনি চান না কেউ তাঁর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করুক? ৩) একজন রসবোধসম্পন্ন ও উদ্ভাবনী ব্যক্তি? ৪) ওপরের সবগুলো?
টুইটারে পোস্ট করার পর দারুণ সাড়া পড়েছে। কয়েক ঘণ্টায় কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে ভিন্নরকমের মন্তব্যও করেছেন অনেক। অনেকে এমন ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছেন।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে