অনলাইন ডেস্ক
পরিবার নিয়ে ভালো সময় কাটাতে রেস্তোরাঁয় খেতে যান অনেকে। সঙ্গে শান্তশিষ্ট বাচ্চা থাকলে ভালোভাবেই কাটে সময়। কিন্তু বাচ্চাদের সামলানো না গেলে বা বেশি দুষ্টুমি হলে সুন্দর সময় বিরক্তিতে পরিণত হতে পারে। এই বিরক্তির জন্য বাবা-মাকে জরিমানা দিতে হয় এমনটা কেউ কখনো শোনেননি বোধ হয়।
কিন্তু এমন অদ্ভুত এক রেস্তোরাঁ আছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বাচ্চার ব্যবহারের জন্য এক গ্রাহককে ৫০ ডলার (প্রায় সাড়ে ৫ হাজার টাকা) জরিমানা গুনতে হয়েছে। যদিও বাচ্চা শান্তশিষ্ট বলে দাবি করেছেন ওই বাবা-মা।
স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, টকোয়া রিভারসাইড রেস্তোরাঁয় মেন্যুর নিচে ছোট করে ‘প্রাপ্তবয়স্কদের বাড়তি চার্জ’ নামে একটি অংশ যোগ করা আছে। এখানে সঙ্গে নিয়ে আসা বাচ্চাদের সামলাতে না পারা প্রাপ্তবয়স্কদের বাড়তি অর্থ পরিশোধের কথা উল্লেখ করা আছে।
এ ছাড়া মেন্যুতে লেখা, ‘সম্মান না দিল সেবাও দেওয়া হবে না।’ অনেকেই মেন্যুর এই লেখা খেয়াল না করে বিপদে পড়ছেন। রেস্তোরাঁর বিলের সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
অনলাইনে রিভিউ দেওয়া কাইল ল্যান্ডম্যান নামের এক ভোক্তা বলেন, ‘রেস্তোরাঁর মালিক আমাকে এসে বলেন, আমার বাচ্চাদের ব্যবহারের জন্য বিলের সঙ্গে বাড়তি ৫০ ডলার যোগ করা হচ্ছে। আমার বাচ্চারা খাবার না আসা পর্যন্ত ট্যাবলেট দেখে, খাবার খাওয়ার পর আমি বিল দেওয়ার সময় তারা আমার স্ত্রীর সঙ্গে বাইরে যায়।’
তাঁর স্ত্রী লিন্ডসি ল্যান্ডম্যান যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছিল না। বাচ্চারা টেবিলের একপাশে বসে ছিল আর খুব ভালোভাবেই ছিল। আমি খাবার খাওয়ার মধ্যে বলছিলাম, আমার বিশ্বাস হচ্ছে না, এরা এত ভদ্র।’
খাবার শেষেই রেস্তোরাঁর মালিক তাঁদের টেবিলে আসেন। লিন্ডসি বলেন, ‘তিনি মেন্যু হাতে করে আসেন এবং বাড়তি ফি’র কথা লেখা দেখান। আমি প্রথমে ভেবেছিলাম তিনি আমাদের প্রশংসা করবেন।’
তবে প্রশংসার বদলে বাচ্চারা উচ্চ শব্দ ও বাইরে দৌড়াদৌড়ি করার জন্য তাঁদের উল্টো জরিমানা করা হয়।
রেস্তোরাঁর এই নীতি নিয়ে অভিযোগ জানিয়েছেন আরও অনেকে। একজন রিভিউ দিতে গিয়ে বলেছেন, ‘আপনার বাচ্চা থাকলে যেকোনো মূল্যে এই রেস্তোরাঁ এড়িয়ে চলুন।’
জরিমানার বিষয়টি নিয়ে রেস্তোরাঁর মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের এক কর্মী বলেন, বহু বছর ধরে চলা নীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁরা শুধু শান্তিতে থাকতে ও রান্না করতে চান।
পরিবার নিয়ে ভালো সময় কাটাতে রেস্তোরাঁয় খেতে যান অনেকে। সঙ্গে শান্তশিষ্ট বাচ্চা থাকলে ভালোভাবেই কাটে সময়। কিন্তু বাচ্চাদের সামলানো না গেলে বা বেশি দুষ্টুমি হলে সুন্দর সময় বিরক্তিতে পরিণত হতে পারে। এই বিরক্তির জন্য বাবা-মাকে জরিমানা দিতে হয় এমনটা কেউ কখনো শোনেননি বোধ হয়।
কিন্তু এমন অদ্ভুত এক রেস্তোরাঁ আছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বাচ্চার ব্যবহারের জন্য এক গ্রাহককে ৫০ ডলার (প্রায় সাড়ে ৫ হাজার টাকা) জরিমানা গুনতে হয়েছে। যদিও বাচ্চা শান্তশিষ্ট বলে দাবি করেছেন ওই বাবা-মা।
স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, টকোয়া রিভারসাইড রেস্তোরাঁয় মেন্যুর নিচে ছোট করে ‘প্রাপ্তবয়স্কদের বাড়তি চার্জ’ নামে একটি অংশ যোগ করা আছে। এখানে সঙ্গে নিয়ে আসা বাচ্চাদের সামলাতে না পারা প্রাপ্তবয়স্কদের বাড়তি অর্থ পরিশোধের কথা উল্লেখ করা আছে।
এ ছাড়া মেন্যুতে লেখা, ‘সম্মান না দিল সেবাও দেওয়া হবে না।’ অনেকেই মেন্যুর এই লেখা খেয়াল না করে বিপদে পড়ছেন। রেস্তোরাঁর বিলের সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
অনলাইনে রিভিউ দেওয়া কাইল ল্যান্ডম্যান নামের এক ভোক্তা বলেন, ‘রেস্তোরাঁর মালিক আমাকে এসে বলেন, আমার বাচ্চাদের ব্যবহারের জন্য বিলের সঙ্গে বাড়তি ৫০ ডলার যোগ করা হচ্ছে। আমার বাচ্চারা খাবার না আসা পর্যন্ত ট্যাবলেট দেখে, খাবার খাওয়ার পর আমি বিল দেওয়ার সময় তারা আমার স্ত্রীর সঙ্গে বাইরে যায়।’
তাঁর স্ত্রী লিন্ডসি ল্যান্ডম্যান যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছিল না। বাচ্চারা টেবিলের একপাশে বসে ছিল আর খুব ভালোভাবেই ছিল। আমি খাবার খাওয়ার মধ্যে বলছিলাম, আমার বিশ্বাস হচ্ছে না, এরা এত ভদ্র।’
খাবার শেষেই রেস্তোরাঁর মালিক তাঁদের টেবিলে আসেন। লিন্ডসি বলেন, ‘তিনি মেন্যু হাতে করে আসেন এবং বাড়তি ফি’র কথা লেখা দেখান। আমি প্রথমে ভেবেছিলাম তিনি আমাদের প্রশংসা করবেন।’
তবে প্রশংসার বদলে বাচ্চারা উচ্চ শব্দ ও বাইরে দৌড়াদৌড়ি করার জন্য তাঁদের উল্টো জরিমানা করা হয়।
রেস্তোরাঁর এই নীতি নিয়ে অভিযোগ জানিয়েছেন আরও অনেকে। একজন রিভিউ দিতে গিয়ে বলেছেন, ‘আপনার বাচ্চা থাকলে যেকোনো মূল্যে এই রেস্তোরাঁ এড়িয়ে চলুন।’
জরিমানার বিষয়টি নিয়ে রেস্তোরাঁর মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের এক কর্মী বলেন, বহু বছর ধরে চলা নীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁরা শুধু শান্তিতে থাকতে ও রান্না করতে চান।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে