অনলাইন ডেস্ক
মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।
শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।
মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।
শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে