অনলাইন ডেস্ক
শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়!
জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়।
অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে।
এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’।
এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার।
তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’
শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়!
জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়।
অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে।
এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’।
এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার।
তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে