ল-র-ব-য-হ ডেস্ক
পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপে ভিন্নতা রয়েছে। এ নিয়ে গৌরবের শেষ নেই। তবে কুকুরের নাকেও কিন্তু এমন বৈচিত্র্য রয়েছে। ছাপ নেওয়া হলে একেক কুকুরের নাকের ছাপ হবে একেকরকম।
কুকুরের রয়েছে এমন আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০০ থেকে ১ লাখ গুণ পর্যন্ত হয়ে থাকে। শ্রবণশক্তির তুলনা করলে মানুষের চেয়ে কুকুর ১০ গুন এগিয়ে। ১৮ ধরনের পেশি কাজ করায় কুকুরের কান অনবরত নড়তে থাকে। অর্থাৎ, মানুষ টের পায় না এমন মৃদু শব্দ ও ঘ্রাণ কুকুর খুব সহজেই শনাক্ত করতে পারে। ঘ্রাণ নেওয়া আর শ্বাসকার্য চালাতে পারে সমান তালে।
কুকুর মানুষের ব্যবহৃত প্রায় ১০০ শব্দ আয়ত্তে রাখতে পারে। বুদ্ধিতেও বিশেষত্ব থাকায় এদের বিশেষ কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায়। এভাবেই মাদক, টাকা, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ব্যবহার করে থাকে। পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারে কাজ করছে ডগ রেস্কিউয়ার। রোগ শনাক্তেও কুকুরের ব্যবহার রয়েছে। তবে ক্ষেপালে কিন্তু এরা যে কাউকে নাজেহাল করে ছাড়ে।
কুকুর ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। কখনো এ গতি চিতাকেও হার মানায়। সারা দিন দৌড়ালেও কুকুরকে কখনো ঘামতে দেখা যায় না। কারণ, এদের পায়ের থাবা ছাড়া আর কোন অঙ্গ ঘামে না।
অনেকে কুকুর পুষতে পছন্দ করেন। কুকুরও মনিবের ডাকে তাৎক্ষণিক ছুটে আসে। মনিব বাইরে থেকে ফিরলে তাঁর উপস্থিতি খুব সহজেই টের পায়। আদর করলে অনুভব করে; কখনো প্রতিক্রিয়াও দেয়। যেন কুকুরও প্রেম বোঝে, প্রেমে পড়ে।
পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপে ভিন্নতা রয়েছে। এ নিয়ে গৌরবের শেষ নেই। তবে কুকুরের নাকেও কিন্তু এমন বৈচিত্র্য রয়েছে। ছাপ নেওয়া হলে একেক কুকুরের নাকের ছাপ হবে একেকরকম।
কুকুরের রয়েছে এমন আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ঘ্রাণশক্তি মানুষের তুলনায় ১০০ থেকে ১ লাখ গুণ পর্যন্ত হয়ে থাকে। শ্রবণশক্তির তুলনা করলে মানুষের চেয়ে কুকুর ১০ গুন এগিয়ে। ১৮ ধরনের পেশি কাজ করায় কুকুরের কান অনবরত নড়তে থাকে। অর্থাৎ, মানুষ টের পায় না এমন মৃদু শব্দ ও ঘ্রাণ কুকুর খুব সহজেই শনাক্ত করতে পারে। ঘ্রাণ নেওয়া আর শ্বাসকার্য চালাতে পারে সমান তালে।
কুকুর মানুষের ব্যবহৃত প্রায় ১০০ শব্দ আয়ত্তে রাখতে পারে। বুদ্ধিতেও বিশেষত্ব থাকায় এদের বিশেষ কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যায়। এভাবেই মাদক, টাকা, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ব্যবহার করে থাকে। পানিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধারে কাজ করছে ডগ রেস্কিউয়ার। রোগ শনাক্তেও কুকুরের ব্যবহার রয়েছে। তবে ক্ষেপালে কিন্তু এরা যে কাউকে নাজেহাল করে ছাড়ে।
কুকুর ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। কখনো এ গতি চিতাকেও হার মানায়। সারা দিন দৌড়ালেও কুকুরকে কখনো ঘামতে দেখা যায় না। কারণ, এদের পায়ের থাবা ছাড়া আর কোন অঙ্গ ঘামে না।
অনেকে কুকুর পুষতে পছন্দ করেন। কুকুরও মনিবের ডাকে তাৎক্ষণিক ছুটে আসে। মনিব বাইরে থেকে ফিরলে তাঁর উপস্থিতি খুব সহজেই টের পায়। আদর করলে অনুভব করে; কখনো প্রতিক্রিয়াও দেয়। যেন কুকুরও প্রেম বোঝে, প্রেমে পড়ে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে