অনলাইন ডেস্ক
বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।
শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।
আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।
‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।
বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।
শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।
আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।
‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪