অনলাইন ডেস্ক
হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা।
চুক্তির সময়সীমা শেষের আট বছর আগেই পান্ডা দুটি ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ফিনল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চিড়িয়াখানাটির পরিচালনা পর্ষদের প্রধান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সংস্থা রয়টার্সকে।
লুমি ও পিরি নামের পান্ডা দুটি ফিনল্যান্ডে আনা হয় ২০১৮ সালের জানুয়ারিতে। এর কয়েক মাস আগেই চীনা প্রেসিডেন্ট সি চিনপিং নরডিক দেশটি ভ্রমণের সময় প্রাণী সুরক্ষায় একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই বাণিজ্য সম্পর্ক জোরদার, বৈদেশিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে বিদেশি চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে চীন।
পান্ডাগুলোর বর্তমান বাসস্থান আহতারি চিড়িয়াখানা জানিয়েছে, চুক্তি অনুসারে ১৫ বছর থাকার কথা ছিল জনপ্রিয় এই প্রাণীগুলোর। কিন্তু শিগগিরই পান্ডাগুলোর এক মাসের কোয়ারেন্টাইন শুরু করা হবে। তারপর জাহাজে করে চীনে ফেরত পাঠানোর হবে এদের।
বেসরকারি এই চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের প্রধান রিস্টো সিভোনেন বলেন, যে জায়গায় প্রাণী দুটি রাখা হয়েছে, তার পেছনে তাদের খরচ পড়েছে ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০৮ কোটি টাকার বেশি। এ ছাড়া সরকারকে দেওয়া একটি সংরক্ষণ ফিসহ এদের পেছনে বছরে গুনতে হয় ১৬ লাখ ৭০ হাজার ডলার (কোটি টাকার বেশি)।
অর্থাৎ, বুঝতেই পারছেন পাঠক, একটি পান্ডার পেছনে বার্ষিক খরচ ১০ কোটি টাকার বেশি। এখন নিশ্চয় পান্ডা পালা যে হাতি পালার চেয়ে বেশি খরচের, এটা মেনে নেওয়ায় আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না।
মধ্য ফিনল্যান্ডের চিড়িয়াখানাটি কিন্তু বড় আশা নিয়ে এই পান্ডাদের এনেছিল। তাদের ধারণা ছিল এরা প্রচুর দর্শক টানবে। কিন্তু গত বছর তারা জানায়, করোনা মহামারির কারণে পর্যটক আসা কমে যাওয়ায় এই পান্ডা পোষা মুশকিল হয়ে পড়েছে। ক্রমবর্ধমান ঋণে এরা জর্জরিত করছে চিড়িয়াখানাটিকে। এদের ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করছে তারা।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি খরচ বাড়িয়েছে উল্লেখ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিনল্যান্ডের সরকার ২০২৩ সালে তাদের রাষ্ট্রীয় অর্থায়নের আবেদন প্রত্যাখ্যান করে। আর চীনকে এদের ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছিল তিন বছর ধরে।
‘শেষ পর্যন্ত আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই, যখন চীনারা জানায় এটা করা যেতে পারে।’ বলেন তিনি।
এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পান্ডাদের প্রত্যাবর্তন চিড়িয়াখানার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল। আর এর সঙ্গে ফিনল্যান্ডের সরকারের কোনো সম্পর্ক নেই। এটি দুই দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে না।
হেলসিঙ্কিতে চীনা দূতাবাস রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে, চিড়িয়াখানাটিকে সহায়তা করার জন্য চীন চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনার পর পান্ডাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা।
চুক্তির সময়সীমা শেষের আট বছর আগেই পান্ডা দুটি ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ফিনল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চিড়িয়াখানাটির পরিচালনা পর্ষদের প্রধান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সংস্থা রয়টার্সকে।
লুমি ও পিরি নামের পান্ডা দুটি ফিনল্যান্ডে আনা হয় ২০১৮ সালের জানুয়ারিতে। এর কয়েক মাস আগেই চীনা প্রেসিডেন্ট সি চিনপিং নরডিক দেশটি ভ্রমণের সময় প্রাণী সুরক্ষায় একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই বাণিজ্য সম্পর্ক জোরদার, বৈদেশিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে বিদেশি চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে চীন।
পান্ডাগুলোর বর্তমান বাসস্থান আহতারি চিড়িয়াখানা জানিয়েছে, চুক্তি অনুসারে ১৫ বছর থাকার কথা ছিল জনপ্রিয় এই প্রাণীগুলোর। কিন্তু শিগগিরই পান্ডাগুলোর এক মাসের কোয়ারেন্টাইন শুরু করা হবে। তারপর জাহাজে করে চীনে ফেরত পাঠানোর হবে এদের।
বেসরকারি এই চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের প্রধান রিস্টো সিভোনেন বলেন, যে জায়গায় প্রাণী দুটি রাখা হয়েছে, তার পেছনে তাদের খরচ পড়েছে ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০৮ কোটি টাকার বেশি। এ ছাড়া সরকারকে দেওয়া একটি সংরক্ষণ ফিসহ এদের পেছনে বছরে গুনতে হয় ১৬ লাখ ৭০ হাজার ডলার (কোটি টাকার বেশি)।
অর্থাৎ, বুঝতেই পারছেন পাঠক, একটি পান্ডার পেছনে বার্ষিক খরচ ১০ কোটি টাকার বেশি। এখন নিশ্চয় পান্ডা পালা যে হাতি পালার চেয়ে বেশি খরচের, এটা মেনে নেওয়ায় আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না।
মধ্য ফিনল্যান্ডের চিড়িয়াখানাটি কিন্তু বড় আশা নিয়ে এই পান্ডাদের এনেছিল। তাদের ধারণা ছিল এরা প্রচুর দর্শক টানবে। কিন্তু গত বছর তারা জানায়, করোনা মহামারির কারণে পর্যটক আসা কমে যাওয়ায় এই পান্ডা পোষা মুশকিল হয়ে পড়েছে। ক্রমবর্ধমান ঋণে এরা জর্জরিত করছে চিড়িয়াখানাটিকে। এদের ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করছে তারা।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি খরচ বাড়িয়েছে উল্লেখ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিনল্যান্ডের সরকার ২০২৩ সালে তাদের রাষ্ট্রীয় অর্থায়নের আবেদন প্রত্যাখ্যান করে। আর চীনকে এদের ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছিল তিন বছর ধরে।
‘শেষ পর্যন্ত আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই, যখন চীনারা জানায় এটা করা যেতে পারে।’ বলেন তিনি।
এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পান্ডাদের প্রত্যাবর্তন চিড়িয়াখানার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল। আর এর সঙ্গে ফিনল্যান্ডের সরকারের কোনো সম্পর্ক নেই। এটি দুই দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে না।
হেলসিঙ্কিতে চীনা দূতাবাস রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে, চিড়িয়াখানাটিকে সহায়তা করার জন্য চীন চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনার পর পান্ডাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪