অনলাইল ডেস্ক
লাইব্রেরি থেকে বই ধার নিয়ে কয়েক যুগ পর ফেরত দেওয়ার ঘটনা তো প্রায়ই শোনা যায়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ভুলে যাওয়ার বা আলসেমির কারণে বই ফেরত দেওয়া হয়নি। কিন্তু পাঠক যদি হোন একজন পাঁড় ভক্ত, তখন ব্যাপারটা আলাদা! তার ওপর বইটি যখন জর্জ অরওয়েলের উপন্যাস— ১৯৮৪।
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি লাইব্রেরিতে জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান উপন্যাস ‘১৯৮৪’ ৬৫ বছর পর ফেরত দিয়েছেন এক পাঠক।
বইটির সঙ্গে জুড়ে দেওয়া একটি নোটে ৮৬ বছর বয়সী পাঠক নিজেকে ‘ডব্লিউপি’ নামে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পোর্টল্যান্ডের মাল্টনোমাহ কাউন্টি লাইব্রেরিতে বইটা ফেরত দেওয়ার একটা কারণ আছে।
নোটটিতে লেখা রয়েছে, ‘বইটা আবার পড়ার পর আমি বুঝতে পারি, এর প্রাসঙ্গিকতা এখন আগের চেয়ে অনেক বেশি। বইটিকে আবার পড়াশোনার মধ্যে রাখা উচিত।’
অরওয়েলের উপন্যাসটিতে সর্বাধিপত্যবাদ (টোটালিটারিয়ানিজম) এবং সত্যের রূপগুলো অন্বেষণ করা হয়েছে।
ওই ব্যক্তি নোটে লিখেছেন, ‘আমি বইটি ফেরত দিতে চেয়েছিলাম ১৯৫৮ সালে যখন (পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি) থেকে স্নাতক হতে যাচ্ছিলাম। কিন্তু কোনও কারণে সেটি আর হয়ে ওঠেনি। এত দেরি হওয়ার জন্য দুঃখিত। ৮৬ বছর বয়সে আমি অবশেষে আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়েছি।’
ব্যক্তিটি বলেছেন, বইটির কিছু অংশ পুনঃপাঠ করতে গিয়ে এটি ফেরত দেওয়ার ইচ্ছে জাগে। বিশেষ করে বইয়ের ২০৭ নম্বর পৃষ্ঠার একটি সংক্ষিপ্তসার উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে উল্লেখযোগ্য অংশগুলো আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ৬৫ বছর আগে ছিল। শুধু ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া শব্দগুলো যোগ করুন, তাহলেই দেখবেন আপনি ২০২৩–এর কথাই পড়ছেন!’
১৯৪৯ সালে প্রকাশিত উপন্যাসটিতে এমন এক ভয়ংকর কল্পিত বিশ্বের গল্প বলা হয়েছে যেখানে একটি টোটালিটারিয়ান শাসনদণ্ড ক্ষমতার বিরুদ্ধে যে কোনো সমালোচনামূলক চিন্তাভাবনাকেও দমন করে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ২০১৭ সালে ‘বিকল্প সত্য’ (অলটারনেটিভ ট্রুথ) নামে এক নতুন বয়ান হাজির করেন। মূলত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে লোকসমাগম বাড়িয়ে দেখানো নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এমন তত্ত্ব আনেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে অরওয়েলের ১৯৮৪ উপন্যাস বিক্রি হু হু করে বেড়ে যায়।
লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছে, এত দেরিতে ফেরত দিলেও ওই পাঠককে তাঁরা কোনো জরিমানা করবেন না।
লাইব্রেরি থেকে বই ধার নিয়ে কয়েক যুগ পর ফেরত দেওয়ার ঘটনা তো প্রায়ই শোনা যায়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ভুলে যাওয়ার বা আলসেমির কারণে বই ফেরত দেওয়া হয়নি। কিন্তু পাঠক যদি হোন একজন পাঁড় ভক্ত, তখন ব্যাপারটা আলাদা! তার ওপর বইটি যখন জর্জ অরওয়েলের উপন্যাস— ১৯৮৪।
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি লাইব্রেরিতে জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান উপন্যাস ‘১৯৮৪’ ৬৫ বছর পর ফেরত দিয়েছেন এক পাঠক।
বইটির সঙ্গে জুড়ে দেওয়া একটি নোটে ৮৬ বছর বয়সী পাঠক নিজেকে ‘ডব্লিউপি’ নামে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পোর্টল্যান্ডের মাল্টনোমাহ কাউন্টি লাইব্রেরিতে বইটা ফেরত দেওয়ার একটা কারণ আছে।
নোটটিতে লেখা রয়েছে, ‘বইটা আবার পড়ার পর আমি বুঝতে পারি, এর প্রাসঙ্গিকতা এখন আগের চেয়ে অনেক বেশি। বইটিকে আবার পড়াশোনার মধ্যে রাখা উচিত।’
অরওয়েলের উপন্যাসটিতে সর্বাধিপত্যবাদ (টোটালিটারিয়ানিজম) এবং সত্যের রূপগুলো অন্বেষণ করা হয়েছে।
ওই ব্যক্তি নোটে লিখেছেন, ‘আমি বইটি ফেরত দিতে চেয়েছিলাম ১৯৫৮ সালে যখন (পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি) থেকে স্নাতক হতে যাচ্ছিলাম। কিন্তু কোনও কারণে সেটি আর হয়ে ওঠেনি। এত দেরি হওয়ার জন্য দুঃখিত। ৮৬ বছর বয়সে আমি অবশেষে আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়েছি।’
ব্যক্তিটি বলেছেন, বইটির কিছু অংশ পুনঃপাঠ করতে গিয়ে এটি ফেরত দেওয়ার ইচ্ছে জাগে। বিশেষ করে বইয়ের ২০৭ নম্বর পৃষ্ঠার একটি সংক্ষিপ্তসার উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে উল্লেখযোগ্য অংশগুলো আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ৬৫ বছর আগে ছিল। শুধু ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া শব্দগুলো যোগ করুন, তাহলেই দেখবেন আপনি ২০২৩–এর কথাই পড়ছেন!’
১৯৪৯ সালে প্রকাশিত উপন্যাসটিতে এমন এক ভয়ংকর কল্পিত বিশ্বের গল্প বলা হয়েছে যেখানে একটি টোটালিটারিয়ান শাসনদণ্ড ক্ষমতার বিরুদ্ধে যে কোনো সমালোচনামূলক চিন্তাভাবনাকেও দমন করে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ২০১৭ সালে ‘বিকল্প সত্য’ (অলটারনেটিভ ট্রুথ) নামে এক নতুন বয়ান হাজির করেন। মূলত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে লোকসমাগম বাড়িয়ে দেখানো নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এমন তত্ত্ব আনেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে অরওয়েলের ১৯৮৪ উপন্যাস বিক্রি হু হু করে বেড়ে যায়।
লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছে, এত দেরিতে ফেরত দিলেও ওই পাঠককে তাঁরা কোনো জরিমানা করবেন না।
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটিকে যারা দেখেছেন তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
২০ ঘণ্টা আগেমার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
৩ দিন আগে২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
৪ দিন আগেপৃথিবীতে এমন কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো দেখলে ওই সময় মানব নির্মিত কোনো স্থাপনা বলে বিশ্বাস করা কঠিন! কারণ, এসব স্থাপনার নির্মাণশৈলী একই সঙ্গে জটিল ও বিশাল।
৯ দিন আগে