অনলাইন ডেস্ক
ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।
ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।
এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।
একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’
ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’
নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে। দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।
এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।
ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।
ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।
এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।
একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’
ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’
নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে। দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।
এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৪ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৭ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৯ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
১০ দিন আগে