অনলাইন ডেস্ক
রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।
রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে