অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে