ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
২৫ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। মানসিক নির্যাতন থেকেই শারীরিক নির্যাতনের শুরু। তাই চুপ না থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া উচিত। নির্যাতনের শিকার হলেই সরকারের জাতীয় টোল ফ্রি ১০৯ নম্বরে যোগাযোগ করা উচিত ভিকটিমদের।
নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় তা দমনে ১৯৮৩ সালে আমাদের দেশে বিশেষ আইন প্রণয়ন করা হয়। পরে ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন আইন পাস করা হয়। তবে আইনটি বাতিল করে ২০০০ সালে নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন হয়। আইনটি আরও শক্তিশালী করতে ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন প্রণয়ন করা হয়।
এ ছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আরও কিছু আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে আছে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, ডিএনএ আইন ২০১৪, ডিএনএ বিধিমালা ২০১৮, যৌতুক নিরোধ আইন ২০১৮।
অ্যাসিড-সন্ত্রাস দমন আইন ২০০২, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০সহ বিভিন্ন আইন রয়েছে দেশে। নারী নীতিসহ আরও কিছু আইন আছে, যেখানে পরোক্ষভাবে নারীর অধিকার ও স্বার্থ রক্ষা করা হয়েছে। দেশে প্রথমবার নারীনীতি আইন প্রণয়ন করা হয় ১৯৯৭ সালে। এরপর ২০০৪ ও ২০০৮ সালে তা সংশোধন করা হয়। সর্বশেষ ২০১১ সালে পুনরায় নারীনীতি প্রণয়ন হয়।
আবার পুরুষকে তালাক দেওয়ার ক্ষেত্রে আইন না থাকলেও মুসলিম পারিবারিক আইন ১৯৬১ মোতাবেক নারীদের বিবাহবিচ্ছেদেরও অধিকার দেওয়া হয়। পারিবারিক আইনে নারীর অধিকার স্বীকৃতি পেয়েছে। কিন্তু সামাজিকভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকায় নারী তাঁর প্রাপ্য অধিকার থেকে প্রায়ই বঞ্চিত হন।
কর্মক্ষেত্রে হেনস্তা, গার্হস্থ্য হিংসা, যৌন নিগ্রহ, মানসিক অত্যাচার—এসবই একজন সুস্থ, স্বাভাবিক মানুষের মনের ওপর অনেক প্রভাব ফেলে। এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটতে থাকলে ব্যক্তির শরীর ও মনে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারে।
এসব ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন তো রয়েছেই, তার থেকেও জরুরি হলো সঠিক সময়ে আইনি পদক্ষেপ নেওয়া। দেশের আইনে শারীরিক নির্যাতন তো বটেই, এমনকি মানসিক অত্যাচার বা বুলিংয়ের মতো আপাতসাধারণ ঘটনাও যে শাস্তিযোগ্য অপরাধ, অনেকেই তা জানেন না। জানলেও নানা কারণে আইনি ঝামেলায় যেতে চান না। এতে অপরাধীও আইনের হাত থেকে বেঁচে যায় এবং তার অপরাধপ্রবণতাও বেড়ে যায়। মূলত এখানেই সচেতনতার প্রয়োজন। আইনে কোন অপরাধের জন্য কী ধরনের শাস্তির পরিসর রয়েছে বা কোন ক্ষেত্রে অভিযোগ জানানো যেতে পারে, সেই বিষয়ে প্রত্যেকেরই অন্তত প্রাথমিক ধারণা থাকা দরকার।
দেশে নারীদের জন্য আলাদা আইন ও নারীনীতি রয়েছে। তাই আক্রান্তের সচেতনতা যেমন দরকার, তেমনি প্রশাসন, পরিবার ও সমাজেরও দরকার তাঁদের পাশে দাঁড়ানো; অর্থাৎ আক্রান্ত ব্যক্তি প্রশাসন ও আইনের দ্বারস্থ হলে তাঁকে যেন হেনস্তা হতে না হয়, সেটা সুনিশ্চিত করতে হবে। অনেক ঘটনায় ভিকটিম অভিযোগ করতেই ভয় পান। শুধু এ জন্য তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা তাঁকে আরও হেনস্তার মুখে পড়তে হয়।
যদি একজন নারীও আইনের সুবিধা না পান, তবে আইন থেকে যাবে কাগজে-কলমে। তাই জরুরি বিষয় হলো, প্রতিটি আক্রান্তের মন থেকে সব ভয় মুছে ফেলা। চাপের মুখে গুটিয়ে না গিয়ে অত্যাচারীকে উপযুক্ত শাস্তি দিতে আইনের দ্বারস্থ হওয়া।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২৫ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। মানসিক নির্যাতন থেকেই শারীরিক নির্যাতনের শুরু। তাই চুপ না থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া উচিত। নির্যাতনের শিকার হলেই সরকারের জাতীয় টোল ফ্রি ১০৯ নম্বরে যোগাযোগ করা উচিত ভিকটিমদের।
নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় তা দমনে ১৯৮৩ সালে আমাদের দেশে বিশেষ আইন প্রণয়ন করা হয়। পরে ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন আইন পাস করা হয়। তবে আইনটি বাতিল করে ২০০০ সালে নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন হয়। আইনটি আরও শক্তিশালী করতে ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন প্রণয়ন করা হয়।
এ ছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আরও কিছু আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে আছে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, ডিএনএ আইন ২০১৪, ডিএনএ বিধিমালা ২০১৮, যৌতুক নিরোধ আইন ২০১৮।
অ্যাসিড-সন্ত্রাস দমন আইন ২০০২, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০সহ বিভিন্ন আইন রয়েছে দেশে। নারী নীতিসহ আরও কিছু আইন আছে, যেখানে পরোক্ষভাবে নারীর অধিকার ও স্বার্থ রক্ষা করা হয়েছে। দেশে প্রথমবার নারীনীতি আইন প্রণয়ন করা হয় ১৯৯৭ সালে। এরপর ২০০৪ ও ২০০৮ সালে তা সংশোধন করা হয়। সর্বশেষ ২০১১ সালে পুনরায় নারীনীতি প্রণয়ন হয়।
আবার পুরুষকে তালাক দেওয়ার ক্ষেত্রে আইন না থাকলেও মুসলিম পারিবারিক আইন ১৯৬১ মোতাবেক নারীদের বিবাহবিচ্ছেদেরও অধিকার দেওয়া হয়। পারিবারিক আইনে নারীর অধিকার স্বীকৃতি পেয়েছে। কিন্তু সামাজিকভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকায় নারী তাঁর প্রাপ্য অধিকার থেকে প্রায়ই বঞ্চিত হন।
কর্মক্ষেত্রে হেনস্তা, গার্হস্থ্য হিংসা, যৌন নিগ্রহ, মানসিক অত্যাচার—এসবই একজন সুস্থ, স্বাভাবিক মানুষের মনের ওপর অনেক প্রভাব ফেলে। এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটতে থাকলে ব্যক্তির শরীর ও মনে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারে।
এসব ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন তো রয়েছেই, তার থেকেও জরুরি হলো সঠিক সময়ে আইনি পদক্ষেপ নেওয়া। দেশের আইনে শারীরিক নির্যাতন তো বটেই, এমনকি মানসিক অত্যাচার বা বুলিংয়ের মতো আপাতসাধারণ ঘটনাও যে শাস্তিযোগ্য অপরাধ, অনেকেই তা জানেন না। জানলেও নানা কারণে আইনি ঝামেলায় যেতে চান না। এতে অপরাধীও আইনের হাত থেকে বেঁচে যায় এবং তার অপরাধপ্রবণতাও বেড়ে যায়। মূলত এখানেই সচেতনতার প্রয়োজন। আইনে কোন অপরাধের জন্য কী ধরনের শাস্তির পরিসর রয়েছে বা কোন ক্ষেত্রে অভিযোগ জানানো যেতে পারে, সেই বিষয়ে প্রত্যেকেরই অন্তত প্রাথমিক ধারণা থাকা দরকার।
দেশে নারীদের জন্য আলাদা আইন ও নারীনীতি রয়েছে। তাই আক্রান্তের সচেতনতা যেমন দরকার, তেমনি প্রশাসন, পরিবার ও সমাজেরও দরকার তাঁদের পাশে দাঁড়ানো; অর্থাৎ আক্রান্ত ব্যক্তি প্রশাসন ও আইনের দ্বারস্থ হলে তাঁকে যেন হেনস্তা হতে না হয়, সেটা সুনিশ্চিত করতে হবে। অনেক ঘটনায় ভিকটিম অভিযোগ করতেই ভয় পান। শুধু এ জন্য তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা তাঁকে আরও হেনস্তার মুখে পড়তে হয়।
যদি একজন নারীও আইনের সুবিধা না পান, তবে আইন থেকে যাবে কাগজে-কলমে। তাই জরুরি বিষয় হলো, প্রতিটি আক্রান্তের মন থেকে সব ভয় মুছে ফেলা। চাপের মুখে গুটিয়ে না গিয়ে অত্যাচারীকে উপযুক্ত শাস্তি দিতে আইনের দ্বারস্থ হওয়া।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
নড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠের দক্ষিণ দিকে রাস্তার পাশে চারতলা ভবন। নাম ‘অন্তি কটেজ’। এ ভবনের ৩ হাজার বর্গফুট ছাদজুড়ে তনিমা আফরিনের বাগান। তিনতলায় স্বামী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছেন জাতীয় কৃষি পুরস্কার পাওয়া তনিমা।
১২ ঘণ্টা আগেঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ৮টা ৫০ মিনিট। শিক্ষার্থীসহ অন্যদের উপস্থিতি তেমন চোখে পড়ছে না। কিন্তু এরই মধ্যে উপজেলা পরিষদ থেকে ১১ কিলোমিটার দূরে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৌঁছে গেছেন তিনি। সকাল ৯টায় ওই বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে তিনি প্রধান অতিথি।
১২ ঘণ্টা আগেদিন যত যাচ্ছে, গৃহকর্মী নির্যাতন যেন বাড়ছেই। বাংলাদেশ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে ২৫ লাখ গৃহকর্মী কাজ করে। আর বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের ৮০ শতাংশ গৃহকর্মী নারী।
১৩ ঘণ্টা আগেহতে চেয়েছিলেন বিজ্ঞানী। কিন্তু হলেন অনুসন্ধানী সাংবাদিক। নাম তাঁর ইডা টারবেল। উনিশ শতকে পৃথিবীময় তেল ব্যবসার ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করত রকফেলারদের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। সেই প্রতিষ্ঠানের কালো দিক উন্মোচন করে হইচই ফেলে দিয়েছিলেন ইডা।
১৩ ঘণ্টা আগে