ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: আমরা চার বোন। কোনো ভাই নেই। কিছুদিন আগে বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরপরই চাচাতো ভাইয়েরা সম্পত্তি নিয়ে নানা রকম ঝামেলা বাধানোর চেষ্টা করছে। তারা বলছে, ভাই নেই বলে মা এবং আমরা বাবার সম্পত্তির কোনো অংশই পাব না। এটা কি সত্যি? যদি না হয়, তাহলে এই মুহূর্তে বাবার সম্পত্তি বুঝে নিতে আমরা কী করতে পারি?
সাবিহা, টাঙ্গাইল
উত্তর: না, সত্যি নয়। মৃত্যুর সময় ওয়ারিশ হিসেবে তিনি স্ত্রী, চার কন্যাসন্তান এবং ভাইবোন রেখে গেছেন। প্রশ্ন থেকে যতটুকু বুঝতে পারছি, আপনার দাদা-দাদি বেঁচে নেই। বেঁচে থাকলে তাঁরাও ওয়ারিশ হতেন। উত্তরাধিকার হিসেবে অবশ্যই আপনার মা এবং আপনারা চার বোন বাবার সম্পত্তি পাবেন। আপনার মা মোট সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ এবং আপনারা চার বোন মোট সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পাবেন। এরপর বাকি যে সম্পত্তি থাকবে, তা আপনার বাবার ভাইবোনদের মধ্যে ভাগ হবে। এই মুহূর্তে সম্পত্তি বুঝে নিতে প্রথমেই আপনাদের বাবার মৃত্যুসনদ ও ওয়ারিশনামা বের করতে হবে। এলাকার ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আপনি ওয়ারিশান সনদ পাবেন। তারপর চাইলে এই সনদ অনুযায়ী আপনারা নিজেদের মধ্যে আপসে সম্পত্তি বণ্টন করে নিতে পারেন। সম্পত্তি যদি আপনাদের দখলে থাকে, তাহলে ঝামেলা কম হবে। আপসে যদি সম্পত্তি ভাগ করা না যায়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে। আদালতে ওয়ারিশদের অন্তর্ভুক্ত করে পার্টিশন স্যুট বা বাঁটোয়ারা মামলা করতে হবে। আদালত তখন ওয়ারিশদের মধ্যে আপনার বাবার সম্পত্তি ভাগ করে দেবেন এবং সেই অনুযায়ী আপনারা দখল বুঝে নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমরা চার বোন। কোনো ভাই নেই। কিছুদিন আগে বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরপরই চাচাতো ভাইয়েরা সম্পত্তি নিয়ে নানা রকম ঝামেলা বাধানোর চেষ্টা করছে। তারা বলছে, ভাই নেই বলে মা এবং আমরা বাবার সম্পত্তির কোনো অংশই পাব না। এটা কি সত্যি? যদি না হয়, তাহলে এই মুহূর্তে বাবার সম্পত্তি বুঝে নিতে আমরা কী করতে পারি?
সাবিহা, টাঙ্গাইল
উত্তর: না, সত্যি নয়। মৃত্যুর সময় ওয়ারিশ হিসেবে তিনি স্ত্রী, চার কন্যাসন্তান এবং ভাইবোন রেখে গেছেন। প্রশ্ন থেকে যতটুকু বুঝতে পারছি, আপনার দাদা-দাদি বেঁচে নেই। বেঁচে থাকলে তাঁরাও ওয়ারিশ হতেন। উত্তরাধিকার হিসেবে অবশ্যই আপনার মা এবং আপনারা চার বোন বাবার সম্পত্তি পাবেন। আপনার মা মোট সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ এবং আপনারা চার বোন মোট সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পাবেন। এরপর বাকি যে সম্পত্তি থাকবে, তা আপনার বাবার ভাইবোনদের মধ্যে ভাগ হবে। এই মুহূর্তে সম্পত্তি বুঝে নিতে প্রথমেই আপনাদের বাবার মৃত্যুসনদ ও ওয়ারিশনামা বের করতে হবে। এলাকার ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আপনি ওয়ারিশান সনদ পাবেন। তারপর চাইলে এই সনদ অনুযায়ী আপনারা নিজেদের মধ্যে আপসে সম্পত্তি বণ্টন করে নিতে পারেন। সম্পত্তি যদি আপনাদের দখলে থাকে, তাহলে ঝামেলা কম হবে। আপসে যদি সম্পত্তি ভাগ করা না যায়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে। আদালতে ওয়ারিশদের অন্তর্ভুক্ত করে পার্টিশন স্যুট বা বাঁটোয়ারা মামলা করতে হবে। আদালত তখন ওয়ারিশদের মধ্যে আপনার বাবার সম্পত্তি ভাগ করে দেবেন এবং সেই অনুযায়ী আপনারা দখল বুঝে নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৫ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৫ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৫ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৫ দিন আগে