Ajker Patrika

ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলছে ডব্লিউএইচও

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৬
ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলছে ডব্লিউএইচও

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। এমন পরিস্থিতিতে আজ বুধবার করোনার নতুন ধরন ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনকে ছাড়িয়ে গেছে ওমিক্রন। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটছে। শুধু ফ্রান্সেই গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮০ হাজার জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৩৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৮০৮ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত