Ajker Patrika

চুল সাজুক ফুলে ফুলে

সানজিদা সামরিন
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৩
চুল সাজুক ফুলে ফুলে

‘গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে
তোমার উত্তরী, কর্ণে তোমার
কৃষ্ণচূড়ার মঞ্জরি’

আসছে ফাল্গুনের প্রথম ভাগে কৃষ্ণচূড়ার দেখা না মিললেও গোলাপ, রঙ্গন, গাঁদা, জারবেরাসহ নানা রঙের ফুলে রঙিন হয়ে উঠবে চারপাশ। বাক্সভর্তি গয়নাকে ‘রোসো’ বলে ফাল্গুনের প্রথম প্রহরের চুলের সাজে ব্যবহার করুন রংবেরঙের ফুল।   

ফুলে ফুলে ঢলে ঢলে
দিন দিন ফুলের গয়না তৈরি ও ফুল দিয়ে চুল সাজানোর ধরনে এসেছে পরিবর্তন। খুব আঁটসাঁট করে চুল বাঁধার চেয়ে খোলা চুল দুলিয়েই যাঁরা ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাঁরা ফাল্গুনের সাজে মাথায় পরে নিতে পারেন ফুলের মুকুট। চুল পরিপাটি করে আঁচড়ে মাথায় ফুলের মুকুট পরুন। এখন সব ফুলের দোকানেই পাওয়া যায় সেগুলো। জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল দিয়ে মুকুট বানানো হয়। চাইলে ফুলের দোকানে গিয়ে শাড়ি বা পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পছন্দের ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন। মুকুট পরার সুবিধা হচ্ছে, শাড়ি, সালোয়ার-কামিজ বা পশ্চিমি পোশাক যা-ই পরুন না কেন, সবকিছুর সঙ্গে মানিয়ে যাবে নিশ্চিত। যাঁরা চুল কেটে ছোট করে রাখতে ভালোবাসেন, তাঁরা খোঁপা বাঁধার আক্ষেপ ছাড়াই চুলে ফুল জড়াতে পারবেন এই বসন্তে।

দাও আকুলিয়া ঘন কালো কেশ
বহুভাবে ফুল দিয়ে সাজানো যায় খোলা চুল। একপাশে সিঁথি কেটে কানের পেছনে ক্লিপ দিয়ে দু-তিনটি ফুল আটকে দিতে পারেন। গোলাপ হলে সাদার সঙ্গে অন্য যেকোনো রং মিলিয়ে চুলে আটকে দিন। তবে শুধু গোলাপই নয়; এখন তরুণীদের খোলা চুলে শোভা পায় জারবেরা, অর্কিড এমনকি বাগানবিলাসও। এ ফুলে মানাবে তো সে ফুলে মানাবে না, সাজের সেই পুরোনো প্রথা এখন আর নেই। তাই এই রঙের মাসে পছন্দের যেকোনো ফুল দিয়েই সাজিয়ে নিতে পারেন খোলা চুল।

বেণি নাহয় এলিয়ে রবে
পয়লা ফাল্গুনের সকালে যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তাহলে চুলে বেণিও গেঁথে নিতে পারেন। ড্রেপিং স্টাইলে শাড়ির সঙ্গে দারুণ লাগবে বাহারি বেণি। মাঝখানে সিঁথি কেটে দুই পাশের চুল একটু পাফ করে ক্লিপ দিয়ে আটকে নিন। এবার বেণি গেঁথে নিন। বেণির মাঝে মাঝে একটি করে ফুল গুঁজে নিতে পারেন। এ ছাড়া বেণির গোড়ায় জড়িয়ে নিতে পারেন গাজরা বা গাঁদা ফুলের মালা।

মডেল: লিউনা, ছবি: রনি বাউলঅলকবন্ধনে
চুল কোঁকড়া হলে মেসি বান করলেই বেশি ভালো লাগে। সিঁথি কেটে বা সিঁথি ছাড়া কাঁধের কাছে পড়ে থাকা মেসি বানে গুঁজে দিতে পারেন পছন্দের ফুল। তবে সারা দিনের জন্য বের হলে একটু টাইট করেই খোঁপা বেঁধে নিলে পরিপাটি থাকবে দীর্ঘক্ষণ। খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। আবার কয়েক রঙের জারবেরাকাঁটা দিয়ে গেঁথে দিতে পারেন পুরো খোঁপা।         

চুল সাজানোর আগে ও পরে

  • দূষণ ও বাতাসে ধুলার পরিমাণ অনেক বেশি, তাই প্রথমে চুলের পরিচ্ছন্নতার দিকে নজর  দিতে হবে। সপ্তাহে ‌অন্তত তিন দিন নারকেল তেল হালকা গরম করে মাথার ত্বকসহ পুরো চুলে লাগাতে হবে। এক ঘণ্টা পর ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে চুল মসৃণ ও ঝলমলে থাকবে।
  • চুলে যদি হেয়ার স্প্রে ব্যবহার করা হয়, তাহলে বাসায় ফিরে প্রথমে চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে। এরপর আধা ঘণ্টা পর চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে এবং সবশেষে কন্ডিশনার লাগাতে হবে।
  • ভেজা চুল আঁচড়াবেন না। তাতে চুল পড়ার আশঙ্কা থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত