গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার খাবার ঘাসের মধ্যে সিসার উপস্থিতি পাওয়া গেছে। তবে কী পরিমাণ সিসার উপস্থিতি থাকলে সেটি প্রাণী খাদ্যের জন্য হুমকি সেটি নির্ণয়ের জন্য বাংলাদেশে কোনো প্রযুক্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ডা. মো. আবু হাদী নূর আলী খান।
ডা. মো. আবু হাদী নূর আলী খান বলেন, ‘ল্যাব পরীক্ষায় পার্কের ঘাসে সিসার উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশের পরিবেশ ঘন শিল্পায়ন এলাকা। তাছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার জ্বালানি ও মবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সঙ্গে সিসা এর উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে।’
ডা. মো. আবু হাদী নূর আলী খান আরও বলেন, ‘কী পরিমাণ সিসার উপস্থিত থাকলে তা একটি প্রাণীর জন্য ক্ষতিকারক। সেটি নির্ণয়ের জন্য বাংলাদেশে তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিউমোনিয়ায় আটটি জেব্রার মৃত্যু হয়েছে। আর তিনটি জেব্রা আঘাতজনিত কারণে মারা গেছে। তবে কীভাবে আঘাত প্রাপ্ত হয়েছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে ল্যাব পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সকাল ১০টায় পার্কে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যদের মিটিং হবে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে।’
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। এসব প্রাণীর মৃত্যুর ঘটনায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১০ কার্যদিবস সময় মেয়াদে গত ২৬ জানুয়ারি একটি তদন্ত কমিটি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পৃথক আরেকটি কমিটি করেছে। প্রাণী মৃত্যুর ঘটনায় পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. সাজ্জাদ মুহাম্মদ জুলকারনাইনকে সরিয়ে নিয়েছে বন মন্ত্রণালয়।
আরও পড়ুন:
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার খাবার ঘাসের মধ্যে সিসার উপস্থিতি পাওয়া গেছে। তবে কী পরিমাণ সিসার উপস্থিতি থাকলে সেটি প্রাণী খাদ্যের জন্য হুমকি সেটি নির্ণয়ের জন্য বাংলাদেশে কোনো প্রযুক্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ডা. মো. আবু হাদী নূর আলী খান।
ডা. মো. আবু হাদী নূর আলী খান বলেন, ‘ল্যাব পরীক্ষায় পার্কের ঘাসে সিসার উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশের পরিবেশ ঘন শিল্পায়ন এলাকা। তাছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার জ্বালানি ও মবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সঙ্গে সিসা এর উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে।’
ডা. মো. আবু হাদী নূর আলী খান আরও বলেন, ‘কী পরিমাণ সিসার উপস্থিত থাকলে তা একটি প্রাণীর জন্য ক্ষতিকারক। সেটি নির্ণয়ের জন্য বাংলাদেশে তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিউমোনিয়ায় আটটি জেব্রার মৃত্যু হয়েছে। আর তিনটি জেব্রা আঘাতজনিত কারণে মারা গেছে। তবে কীভাবে আঘাত প্রাপ্ত হয়েছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে ল্যাব পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সকাল ১০টায় পার্কে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যদের মিটিং হবে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে।’
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। এসব প্রাণীর মৃত্যুর ঘটনায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১০ কার্যদিবস সময় মেয়াদে গত ২৬ জানুয়ারি একটি তদন্ত কমিটি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পৃথক আরেকটি কমিটি করেছে। প্রাণী মৃত্যুর ঘটনায় পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. সাজ্জাদ মুহাম্মদ জুলকারনাইনকে সরিয়ে নিয়েছে বন মন্ত্রণালয়।
আরও পড়ুন:
পৃথিবীর স্থলভাগে পানির পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। এটি শুধু বরফ গলার কারণেই নয়, ভূগর্ভস্থ পানি, হ্রদ, নদী এবং মাটির গভীরে সঞ্চিত পানির পরিমাণ গত দুই দশকে ট্রিলিয়ন টন হ্রাস পেয়েছে। গবেষকেরা বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেরংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিন্তু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৮ ঘণ্টা আগেঢাকার বাতাস বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, গতকালের তুলনায় আজ রোববার বায়ুমানের কিছুটা অবনতি হয়েছে। বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৯৬, যা সহনীয় বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম।
১৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিতে এবার সূর্যের আলো কমানোর উদ্যোগ নিতে চলেছে যুক্তরাজ্য। সূর্যালোক প্রতিফলন বা ‘সোলার জিওইঞ্জিনিয়ারিং’ প্রযুক্তির মাধ্যমে সূর্যের আলো কিছুটা ঠেকিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করা হবে। এই প্রযুক্তির পরীক্ষা শুরুর জন্য সরকারি অনুমোদন মিলতে পারে আগামী কয়েক...
২ দিন আগে